লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলে কারাগারে

২৩ ঘন্টা আগে
লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ। এর মধ্যে তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর দুই জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মেঘনা নদীর কামাল নেতার খাল ও মাছঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করা হয়।

 

রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ উজ-জামান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে আটক জেলেদের মধ্যে আবুল কালাম (৩৬), আবুল কাশেম (২৮) ও মো. নুর আলম (১৯)–এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা সবাই উপজেলার চরগাজী ইউনিয়নের বাসিন্দা।

 

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সফিকুল ইসলাম বলেন, ‘অভিযানে আটক পাঁচ জেলের মধ্যে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। অপ্রাপ্তবয়স্ক দুই জেলেকে সতর্ক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। অভিযানে ৪ হাজার মিটার জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।’

 

আরও পড়ুন: পরিবারের সঙ্গে ঝগড়ার জেরে গলা কেটে মেয়েকে পুকুরে ফেলে দিল বাবা!

 

রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ উজ-জামান আরও বলেন, ‘রাতভর অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করে নৌ-পুলিশের হাতে হস্তান্তর করা হয়। মা ইলিশ রক্ষায় ২৫ অক্টোবর পর্যন্ত অভিযান চলবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

প্রসঙ্গত, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুত নিষিদ্ধ। আইন অমান্য করলে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন