মঙ্গলবার (৭ অক্টোবর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মেঘনা নদীর কামাল নেতার খাল ও মাছঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করা হয়।
রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ উজ-জামান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে আটক জেলেদের মধ্যে আবুল কালাম (৩৬), আবুল কাশেম (২৮) ও মো. নুর আলম (১৯)–এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা সবাই উপজেলার চরগাজী ইউনিয়নের বাসিন্দা।
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সফিকুল ইসলাম বলেন, ‘অভিযানে আটক পাঁচ জেলের মধ্যে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। অপ্রাপ্তবয়স্ক দুই জেলেকে সতর্ক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। অভিযানে ৪ হাজার মিটার জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।’
আরও পড়ুন: পরিবারের সঙ্গে ঝগড়ার জেরে গলা কেটে মেয়েকে পুকুরে ফেলে দিল বাবা!
রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ উজ-জামান আরও বলেন, ‘রাতভর অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করে নৌ-পুলিশের হাতে হস্তান্তর করা হয়। মা ইলিশ রক্ষায় ২৫ অক্টোবর পর্যন্ত অভিযান চলবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
প্রসঙ্গত, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুত নিষিদ্ধ। আইন অমান্য করলে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
]]>