গুম হওয়া ব্যক্তিদের স্মরণে শনিবার (৩০ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে 'মায়ের ডাক' নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। এতে মানবাধিকার সংগঠন 'অধিকার' এর সদস্যরাও অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন- মায়ের ডাক সংগঠনের জেলা সভাপিত ইমন ওমর, মোজাহিদুল ইসলাম স্বাধীন ও ওমর ফারুকের স্ত্রী পারভীন আক্তার।
আরও পড়ুন: ১৮৬ দিন গুম ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা
মানববন্ধনে লক্ষ্মীপুরে গুমের শিকার বিএনপি নেতা ওমর ফারুক, যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল, বিএনপি নেতা বেলাল হোসেন, রাজু ও আলমগীরের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন। এসময় গুমের শিকার ব্যক্তিদের সন্ধানের দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। একই সাথে গুমের ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিও জানান তারা।