লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা নয়নের বাড়িতে ফের আগুন

১ সপ্তাহে আগে
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়নের বাড়িতে আবারও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। এ সময় বাড়ির একটি অংশে ভাঙচুরও চালানো হয়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় কয়েকজন যুবক নয়নের লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার বাসায় প্রবেশ করে। তারা প্রথমে সংস্কার কাজ বন্ধ করতে বলে, পরে একটি দেয়াল ভেঙে ফেলে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।


অগ্নিকাণ্ডের প্রায় দেড় ঘণ্টা পর সেনাবাহিনীর সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


এ বিষয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইফুল ইসলাম রাজু বলেন, 'সাবেক সংসদ সদস্যের ওই বাড়িতে আগুন লাগানোর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি।'


লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, 'এর আগেও গত ৪ আগস্ট বাড়িটিতে অগ্নিসংযোগ হয়েছিল। তখন থেকেই এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে সাম্প্রতিক সময়ে গোপনে সংস্কার কাজ চলছিল বলে জানতে পেরেছি।'


প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক আবদুল মাজেদ বলেন, 'বিকেলের দিকে কয়েকজন যুবক এসে কাজ বন্ধ করতে বলে। এরপর তারা একটি দেয়াল ভেঙে ফেলে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।'


এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে কিছু যুবক তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ ওঠে।


নুরউদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর-২ (সদরের একাংশ-রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি বর্তমানে পলাতক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র নিহতের একটি মামলার অন্যতম আসামি।


আরও পড়ুন: লক্ষ্মীপুরে চাচার শাবলের আঘাতে জামায়াত নেতার মৃত্যু


গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের একদিন আগে নয়নের বাড়িটি প্রথম দফায় পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এরপর ৬ ফেব্রুয়ারি এবং সাম্প্রতিক সময়েও বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ বলেন, 'সন্ত্রাসী নয়নের বাড়িতে গোপনে সংস্কার কাজ চলছিল। এ খবর পেয়ে ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করে। বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়।'


তিনি আরও বলেন, 'জুলাই যোদ্ধারা চলে যাওয়ার পর বাড়ির কিছু মালামাল লুটের ঘটনা ঘটে। লুটপাটের সঙ্গে জড়িতরা আমাদের কেউ নয়। সাংবাদিকদের হেনস্তার ঘটনাটিও দুঃখজনক।'


নাম প্রকাশে অনিচ্ছুক ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া কয়েকজন যুবক বলেন, 'লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। অথচ সেই হত্যাকাণ্ডের আসামি নয়নের বাড়ি সংস্কার করা হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।'

]]>
সম্পূর্ণ পড়ুন