বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটের মধ্যেও ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এতে পরিবেশগত ও সামাজিকভাবে বিপর্যয়ের সম্মুখীন দেশ। গত আট বছর ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো উদ্যোগ নিয়নি মিয়ানমার।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রথমবার রোহিঙ্গা সংকট নিয়ে বড় পরিসরে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সফরসঙ্গী ছয় রাজনৈতিক নেতাও।
আরও পড়ুন: জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য কী প্রভাব ফেলছে রাজনীতিতে
নিউইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বিশ্বনেতাদের প্রতি জোরালো আহ্বান জানাবেন সরকারপ্রধান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সুদানের পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা ইস্যুটি যেন আন্তর্জাতিক মনোযোগ না হারায় এ বিষয়ে সজাগ থাকবে বাংলাদেশ।
আরও পড়ুন: জাতিসংঘ মহাসচিবকে নির্বাচনের প্রস্তুতির কথা জানালেন প্রধান উপদেষ্টা
এদিকে, সম্মেলনের আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতিসংঘের উদ্যোগে পরিচালিত অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত নিধনের ভয়াবহ চিত্র। প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী দমন অভিযান শুরু করলে লাখ লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এ সময় বাংলাদেশে আশ্রয়প্রার্থী রোহিঙ্গার ঢল নামে।
]]>