রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের গোলাগুলি

১৩ ঘন্টা আগে
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে সন্ত্রাসী সাদ্দাম ও নূর কামাল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে।

বৃহস্পতিবার (৮ মে) রাত পৌনে ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লক ও আই-ব্লকের সংলগ্ন জাকেরের ডেইল এলাকায় এই ঘটনা ঘটে।

 

টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ‘স্থানীয়দের বরাতে জানা গেছে, কাঁটাতারের ভেতরে দুই সন্ত্রাসী গ্রুপ—সাদ্দাম ও নূর কামাল বাহিনীর মধ্যে আকস্মিক গোলাগুলি শুরু হয়। উভয় পক্ষ অন্তত ২০ থেকে ৩০ রাউন্ড গুলি ছোঁড়ে। খবর পেয়ে এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা ক্যাম্পের পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।’

 

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ধ্বংস হচ্ছে শত শত একর কৃষিজমি

 

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মূলত ক্যাম্পের অপরাধ নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।’

 

ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এপিবিএন বলছে, জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন