রোমে সমাহিত হলেন পোপ ফ্রান্সিস

২ সপ্তাহ আগে
রোমান ক্যাথলিকদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রোমের ব্যাসিলিকা ডি সান্তা মারিয়া ম্যাগিওরে তাকে সমাহিত করা হয়।

এর আগে এদিন ভ্যাটিকানে অনুষ্ঠিত হয় পোপের শেষকৃত্য অনুষ্ঠান। সেইন্ট পিটার’স চত্বরে প্রায় ২ ঘণ্টা ধরে চলা এই শেষকৃত্য বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

 

এরপর ফ্রান্সিসের কফিনটি দাফনের জন্য রোমের একটি ব্যাসিলিকায় নেয়া হয়।

 

ক্যাথলিক চার্চের অন্যতম জ্যেষ্ঠ ব্যক্তিত্ব কার্ডিনাল জিওভান্নি বাতিস্তা রে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন। ৯১ বছর বয়সি এই ব্যক্তি তার ধর্মোপদেশে ‘সবার প্রতি খোলা হৃদয়ে’ নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে ফ্রান্সিসের দক্ষতাকে সম্মান জানান। 

 

আরও পড়ুন:পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে বিশ্বনেতাদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল

 

তিনি বলেন, ‘পোপ ফ্রান্সিস মানুষের মন ও হৃদয় স্পর্শ করেছেন। মানুষের সঙ্গে মানুষের মধ্যে সেতু নির্মাণ করতে চেয়েছিলেন।’

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং প্রিন্স উইলিয়ামসহ অসংখ্য বিশ্বনেতা উপস্থিত ছিলেন পোপের শেষকৃত্য অনুষ্ঠানে। পোপের শেষ বিদায়ে যোগ দেয়া প্রায় ২ লাখেরও বেশি মানুষের মধ্যে ৫০ হাজার মানুষ সেন্ট পিটার্স স্কয়ারের ভেতরেই ছিলেন।

 

এদিকে, পোপের শেষকৃত্যের আগে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভেতরে ট্রাম্প এবং জেলেনস্কি একান্তে দেখা করেন। তারা একটি বৈঠক করেন এবং কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে। 

 

এর আগে সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল পোপকে। 

 

আরও পড়ুন:পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর অন্তর্বর্তী প্রধান কে হলেন?

]]>
সম্পূর্ণ পড়ুন