রোমানিয়ান ক্লাবের নজরে তারিক কাজী

১ সপ্তাহে আগে
বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজীর দিকে নজর পড়েছে রোমানিয়ান ক্লাব ডিনামো বুখারেস্টের। আসন্ন শীতকালীন দলবদলে তাকে দলে ভেড়াতে চায় ইউরোপের পরিচিত ক্লাবটি।

দলবদল বিষয়ক সংবাদমাধ্যম ট্রান্সফার মার্কেট জানিয়েছে, আসন্ন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তারিক কাজীর দিকে নজর রয়েছে তাদের। কিছুদিন আগেই কাজী বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেছেন।  


হংকং, চায়না ম্যাচের পর বসুন্ধরা ছাড়ার ঘোষণা দেন তারিক কাজী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, বাংলাদেশের শীর্ষ ক্লাব কিংসের সঙ্গে আর থাকছেন না তিনি। চুক্তি ছিন্ন করার ঘোষণা দেন তিনি। ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক কাজী বাংলাদেশের ফুটবলে কিংসের হয়ে খেলছেন পাঁচ মৌসুম।


আরও পড়ুন: এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা চৌধুরী 


ক্লাবের সঙ্গে সুসম্পর্ক থাকলেও গত এক বছর বেতন নিয়ে টানাপোড়েনে তিনি কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেন। তিনি বলেন, ‘আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ার কারণে আইনগতভাবে কিংসের সঙ্গে আমার চুক্তি বাতিল করেছি।’


বাতিলের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। কাজী বলেন, ‘এক বছরের বেশি সময় ধরে অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি-অনিশ্চয়তার এমন এক সময়, যা আমাকে শুধু পেশাদার হিসাবেই নয়, একজন মানুষ হিসাবেও পরীক্ষা নিয়েছে। এটি শুধু আর্থিক কষ্ট ছিল না, এটি ছিল একটি মানসিক চাপ, যা প্রকৃত পেশাদাররা নিঃশব্দে বহন করে।’


তারিক অবশ্য বাংলাদেশ দলে খেলছেন ঠিকই। ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে ইনজুরি পেয়ে মাত্র ২৭ মিনিটের মাথায়ই মাঠ ছাড়েন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন