প্রথমার্ধে গড়পড়তা ফুটবল খেললো দুই দলই। তবে সব রোমাঞ্চ যেন ছড়িয়ে পড়লো দ্বিতীয়ার্ধে। শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেডকে লিড এনে দেন লিসান্দ্রো মার্টিনেজ। এরপর লিভারপুলকে সমতায় ফেরান কোডি হাকপো। তারপর মোহাম্মদ সালাহ’র সফল স্পট কিক থেকে এগিয়ে যায় লিভারপুল। সবশেষ ইউনাইটেডকে সমতায় ফেরান আমাদ দিয়ালো।
ইংল্যান্ডের উত্তরে ভারি তুষারপাতের কারণে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে ছিল শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত মাঠে গড়ায় ম্যাচ। লিগে টানা তিন জয়ের পর পয়েন্ট খোয়াল লিভারপুল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার হারের পর পয়েন্ট পেলো ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথম ১০ মিনিটের খেলা ছিল একেবারে ম্যাড়মেড়ে। ১৩তম মিনিটে বলার মতো প্রথম আক্রমণটি করে লিভারপুল। আলেকজ্যান্ডার আর্নল্ডের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর ফিরতি বলে উড়িয়ে মারেন লুইস দিয়াস। ১৬ মিনিটে সালাহ’র থ্রু বল পেয়ে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট পা দিয়ে আটকে দেন গোলরক্ষক আন্দ্রে ওনানা।
আরও পড়ুন: হ্যাকারদের কবলে ব্রাজিলিয়ান ক্লাব; নেইমারকে নিয়ে মিথ্যা পোস্ট
তার কিছুক্ষণ পর পাল্টা আক্রমণে ভালো সুযোগ তৈরি করে ইউনাইটেড। সতীর্থের ক্রস বক্সের মুখে ফাঁকায় পেয়েও ঠিকঠাক হেড করতে পারেননি তরুণ ইংলিশ মিডফিল্ডার কোবি মাইনো।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। লিভারপুলের তিন খেলোয়াড়ের মধ্যে থেকে রক্ষণচেরা থ্রু পাস বক্সে বাড়ান ব্রুনো ফের্নান্দেস। বল ধরে বুলেট গতির কোনাকুনি শটে বল জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।
সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি লিভারপুল। ম্যাক অ্যালিস্টারের পাস পেয়ে বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন হাকপো। লিগে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন এই ফরোয়ার্ড।
আরও পড়ুন: মেসি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নিতে যাননি
ম্যাচের ৭০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। ডি-বক্সে ডাচ ডিফেন্ডার মাটাইস ডি লিখটের হাতে বল লাগলেও শুরতে রেফারির চোখ এড়িয়ে যায়; পরে ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান তিনি। এবারের লিগে মিশরীয় এই ফুটবলারের গোল হলো ১৮টি। আর্লিং হলান্ডের চেয়ে দুটি গোল বেশি নিয়ে এখনও পর্যন্ত তালিকার শীর্ষে আছেন তিনি।
৮০তম মিনিটে সমতা টানে সফরকারীরা। আলেহান্দ্রো গার্নাচোর পাস বক্সের মাঝামাঝি পেয়ে প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড দিয়ালো।
১৯ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ২০ ম্যাচ খেলা আর্সেনাল। ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে একধাপ উঠে ১৩ নম্বরে ইউনাইটেড।
]]>