রোপা আমনে ভালো ফলনের আশায় রাজশাহীর কৃষক

২ সপ্তাহ আগে
রাজশাহীতে চলতি মৌসুমে রোপা আমন চাষে আশানুরূপ ফলন দেখে উচ্ছ্বসিত কৃষকরা। সময়মতো বৃষ্টি, অনুকূল আবহাওয়া, কম খরচে বেশি ফলনের সম্ভাবনা। সব মিলিয়ে এবারের মৌসুম নিয়ে আশাবাদী তারা। কৃষি কর্মকর্তারাও বলছেন, সময়মতো সার, বীজ, কীটনাশক ও সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

রাজশাহীর গোদাগাড়ী, তানোর ও বাগমারা উপজেলার মাঠজুড়ে এখন সোনালি ধানের হাওয়ায় মুখর গ্রামাঞ্চল। মাঠে চলছে ধান কাটার উৎসব। কৃষকরা বলছেন, এবার আবহাওয়া ছিল অনুকূলে, সময়মতো বৃষ্টি হওয়ায় সেচ খরচ কম পড়েছে। ফলে আগের বছরের তুলনায় উৎপাদনও ভালো।
 

কৃষক সানাউল্লাহ বলেন,  ‘গতবার সেচে অনেক খরচ পড়েছিল, এবার প্রকৃতির আশীর্বাদে তেমন খরচ হয়নি। ফলনও ভালো হয়েছে। আশা করছি এবার কিছু সঞ্চয় করতে পারব।’
 

তবে টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছু এলাকায় জলাবদ্ধতার কারণে ধানক্ষেতে সামান্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

আরও পড়ুন: রাবির হলে গাঁজা সেবন, ৬ শিক্ষার্থী আটক


রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন বলেন, ‘বৃষ্টিতে কিছু জায়গায় ক্ষতি হলেও সামগ্রিকভাবে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে তেমন প্রভাব ফেলবে না। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে বলে আমরা আশাবাদী।’
 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রাজশাহী জেলায় ৮৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৪৯০ মেট্রিক টন। গত অর্থবছরে চাষ হয়েছিল ৮৪ হাজার ১০৫ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছিল ৩ লাখ ১৮ হাজার ৩২৩ মেট্রিক টন।
 

কৃষক ও কর্মকর্তাদের মতে, সময়মতো আবহাওয়ার অনুকূলতা বজায় থাকলে চলতি মৌসুমে রাজশাহীতে রোপা আমনে বাম্পার ফলন হবে, যা জেলার খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

]]>
সম্পূর্ণ পড়ুন