কাতার বিশ্বকাপের পর ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে এশিয়ার ফুটবলে নাম লেখান রোনালদো। অনেকেই ভেবেছিল খুব বেশিদিন আর মাঠে দেখা যাবে না পর্তুগিজ মহাতারকাকে। কিন্তু সৌদি প্রো লিগের দল আল নাসরে গিয়েও জাত চেনাচ্ছেন তিনি। বয়সের কাটা থেমে নেই, কিন্তু রোনালদোর ধার কমলে তো। অবসরের কোনো লক্ষণই নেই ৪০ বছর বয়সীর খেলায়।
চলতি মৌসুমে আল নাসরের জার্সিতে লিগে এরই মধ্যে ৩৩ গোল করেছেন। নতুন করে আরও এক বছরের জন্য মধ্যপ্রাচ্যের দলটির সঙ্গে চুক্তির কথা শোনা যাচ্ছে। সমান তালে খেলছেন জাতীয় দলেও। আগামী বছর যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে তার অংশ নেয়া প্রায় নিশ্চিত। অবসরের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না রোনালদোর কার্যকলাপে।
আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপের আগেই আর্নল্ডকে পাওয়ার চেষ্টায় রিয়াল
প্রিমিয়ার লিগে রোনালদোর এক সময়ের প্রতিপক্ষ অ্যালান হাটন করেছেন চাঞ্চল্যকর মন্তব্য। এক সময় টটেনহ্যাম ও অ্যাস্টন ভিলার হয়ে খেলা এই রাইটব্যাকের বিশ্বাস, রোনালদো যেভাবে নিজের মান নিয়ন্ত্রণ করেন, অপ্রত্যাশিত কোনো ইনজুরি বাধা না হয়ে দাঁড়ালে তিনি আরও অনেক বছর খেলতে পারবেন।
বয়েলস্পোর্টকে হাটন বলেন, 'ক্রিস্টিয়ানো রোনালদো মনে করেন যে, তিনি ৪৫ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। বর্তমানে তিনি যে লিগে খেলছেন, সেটি হয়তো ইউরোপীয় শীর্ষ লিগগুলোর মতো প্রতিযোগিতামূলক নয়, তবে তার দৈনন্দিন পেশাদারিত্ব এবং শারীরিক যত্নের কারণে তিনি আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারবেন।'
তিনি যোগ করেন, 'রোনালদো যদি মনে করেন, তিনি আরও কয়েক বছর অনায়াসে খেলতে পারবেন। তিনি আত্মবিশ্বাসী যে এখনও গোল করার ক্ষমতা রয়েছে। তাই, তিনি যতদিন সম্ভব খেলা চালিয়ে যেতে চান। এবং সেটাই সঠিক। যদি আপনি ভালো অনুভব করেন, তাহলে কেন থামবেন?'
৪০ বছর বয়সেও রোনালদো অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন। তিনি আল-নাসরের হয়ে ১০৮ ম্যাচে ৯৭টি গোল করেছেন এবং গত মৌসুমে ৩৫টি লিগ গোল করে সৌদি গোল্ডেন বুট জিতেছেন। চলতি মৌসুমেও লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে শীর্ষে আছেন তিনি।