আবহাওয়া অফিস বলছে, রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আজ সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আরও পড়ুন: দুদিন পর ঢাকার আকাশে সূর্যের হাসি
এদিকে, পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এছাড়া আগামী পাঁচদিনের শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি/গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
]]>