রোগের যন্ত্রণা ‘সইতে না পেরে’ চিরকুট লিখে আইনজীবীর আত্মহত্যা

২ সপ্তাহ আগে
ঝালকাঠিতে শামীম হোসেন জয় (৩৬) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মধ্য চাঁদকাঠি এলাকায় তার ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

নিহত শামীম নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্বজনদের দেয়া সংবাদে রাতেই ওই কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। ঘটনায় একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

 

আরও পড়ুন: মোবাইল কিনে না দেয়ায় অভিমানে প্রাণ দিলো সাব্বির

 

চিঠিতে শামীম লিখেছেন ‘আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তাই সব কিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুল গুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না পারলে ক্ষমা করে দেবেন।’

 

ওসি মনিরুজ্জামান আরও বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত অনুসারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 

একটু নজর দিন

 

আপনি যদি কখনো মনে করেন, জীবন অসহনীয় হয়ে উঠছে, জেনে রাখুন— আপনি একা নন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের কাজ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন। যেটা এখন মনে হচ্ছে, তা সাময়িক— সময়, সহায়তা ও কথা বলার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব। জীবন মূল্যবান এবং এখনও অনেক সুন্দর মুহূর্ত বাকি আছে।

 

আপনি যদি মানসিক চাপে বা আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, অনুগ্রহ করে বিশেষজ্ঞ চিকিৎসক, কাউন্সেলর বা হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন। সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না।

 

এ বিষয়ে জরুরি পরামর্শ দেয় ‘কান পেতে রই’। হেল্পলাইন নম্বর: 01779-554391 এবং 01688-709966।

 

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত হেল্পলাইনে কথা বলতে পারবেন যে কেউ।

]]>
সম্পূর্ণ পড়ুন