সোমবার (২৩ জুন) দুপুর ওই রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হয়। এরপর থেকে আইসিইউ এ থাকা অন্য রোগীদের দ্রুত সরানোর ব্যবস্থা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৮ টা ১৫ মিনিট) তিনজন রোগী বাদে বাকি রোগীদের অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: যশোর জেনারেল হাসপাতালে দুই বছরেও চালু হয়নি আইসিইউ, সেবাবঞ্চিত মুমূর্ষু রোগীরা
আইসিইউ-এর কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ হেল বারী সময় সংবাদকে বলেন, দুপুরে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া কুড়িগ্রামের চিলমারী থেকে আসা মহুবার রহমানের শরীরে টিটেনাস শনাক্ত হয়। এর পরপরেই তাকে আইসিইউ থেকে স্থানান্তর করা হয়। মেডিকেলের আইসোলেশন সেন্টারে। সেখানে তার চিকিৎসা চলছে। একইসঙ্গে অন্য রোগীদের যাতে সংক্রমণ না ঘটে সেজন্য তাদেরও স্থানান্তর করা হয়েছে। পুরো আইসিইউকে জীবাণুমুক্ত করতে আগামী তিন থেকে চার দিন আইসিইউ সেবা বন্ধ রাখা হবে।