রোগীর কাছে চিকিৎসকের টাকা দাবি, সত্যতা পেল দুদক

২ সপ্তাহ আগে
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় এক রোগীর কাছ থেকে টাকা দাবিসহ নানা অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বুলবুলের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল এই অভিযান চালানো হয়।

 

অভিযান শেষে দুদক জানায়, হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাইয়ুম চিকিৎসার জন্য এক রোগীর কাছ থেকে ৮ হাজার টাকা দাবি করেন।

 

আরও পড়ুন: নির্বাচন কার্যালয়ে ছদ্মবেশে দুদক, অবৈধ টাকা লেনদেনের প্রমাণ

 

এছাড়া হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য বরাদ্দ মিনিকেট চালের পরিবর্তে কম মূল্যের মোটা চাল ব্যবহারের অভিযোগেরও সত্যতা পেয়েছে দুদক।

 

দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বুলবুল বলেন, ‘বিষয়গুলো নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সেইসঙ্গে লিখিত আকারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো।’

]]>
সম্পূর্ণ পড়ুন