আহতদের মধ্যে অন্তরা আক্তার (২৮) নামে এক রোগী রয়েছেন। তিনি রাজৈর উপজেলার ইশিবপুর গ্রামের ইতালি প্রবাসী আনোয়ার মোল্লার স্ত্রী।
জানা গেছে, কোমরে ব্যথা নিয়ে অন্তরা আক্তার ওই ক্লিনিকে চিকিৎসা নিতে যান। চিকিৎসক ডা. গোলাম সরোয়ার তাকে এক্স-রে করাতে বলেন। পরীক্ষা চলাকালে এক্স-রে মেশিনের স্ট্যান্ড ও টিউব খুলে অন্তরা ও ক্লিনিকের আরও দুইজন স্টাফের ওপর পড়ে।
প্রত্যক্ষদর্শী ও আহত অন্তরার খালাতো বোন তানিয়া বেগম বলেন, ‘ক্লিনিক কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাদের বিচার হওয়া উচিত।’
আরও পড়ুন: ইতালির উদ্দেশে বাড়ি ছেড়ে দেড় বছর নিখোঁজ মাদারীপুরের শাজাহান
আরামবাগ ডি-ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ ফরাজী বলেন, ‘টেকনিশিয়ানরা সঠিকভাবে মেশিন ফিটিং করতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে রোগীর তেমন কিছু হয়নি। আমাদের স্টাফরাই বেশি আহত হয়েছে।’
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শামীমা আক্তার বলেন, ‘এক্স-রে মেশিন খুলে রোগীর শরীরে পড়ে যাওয়া খুবই অস্বাভাবিক। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেয়া হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।’
]]>