২০২৪-২৫ মৌসুমে আল নাসর লিগ শেষ করেছে পয়েন্ট টেবিলের তিনে থেকে। ৩৪ ম্যাচে নামের পাশে তাদের ৭০ পয়েন্ট, লিগ জয়ী আল ইত্তিহাদের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে। এমন পারফরম্যান্সের পর পিওলি আর রোনালদোদের কোচ থাকছেন না। এক বছর পূর্ণ হওয়ার আগেই নাসরের সঙ্গে তার সদলবলে সম্পর্ক ছিন্ন হয়েছে। যদিও আল নাসর সম্পর্কে ইতি টানার কারণ পরিষ্কার করেনি।
এক বিবৃতিতে আল নাসর জানিয়েছে, ‘মি. পিওলি ও তার সহকারীরা আর সিনিয়র টিমে কোচের দায়িত্ব পালন করছেন না। গত মৌসুমে নিবেদিত কাজের জন্য আমরা তাকে ও তার স্টাফদের ধন্যবাদ জানাতে চাই।’ রোনালদোও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পিওলিকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: মদ্রিচের এসি মিলানে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করলেন স্পোর্টিং ডিরেক্টর
চাকরি হারানো পিওলির ফিওরেন্তিনায় যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি ২০১৭ সাল দুই বছর পর এই ক্লাবটির দায়িত্ব পালন করেছিলেন। পরে ফিওরেন্তিনা ছেড়ে এসি মিলানে যোগ দেন। এই ক্লাবটিকেই ২০২২ সালে লিগ জেতান তিনি।
২০২৩ সালে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। তার সময়ে চারজন কোচ দেখল সৌদি ক্লাবটি। ২০২৩ সালে রুডি গার্সিয়ার পর দায়িত্ব নেন ডিনকো জেলিসিচ। ক্যাস্ত্রো হয়ে এরপর পিওলি। আরও একজন আসছেন বলে! কিন্তু রোনালদো ততক্ষণ থাকবেন কি না, তার নিশ্চয়তা নেই।
কাতার বিশ্বকাপের পরপরই আল নাসরে যোগ দেওয়া পর্তুগিজ তারকার কয়েকদিনের মধ্যেই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। যার মেয়াদ আগামী সোমবার পর্যন্ত। বিবিসি জানিয়েছে, আল নাসর রোনালদোকে ধরে রাখার ব্যাপারে আশাবাদী।