রাজধানীর আব্দুল্লাহপুরে টাইগার বারের ভেতরে প্রবেশ করতেই দেখা মেলে থরে থরে সাজানো দেশি-বিদেশি মদ এবং বিয়ারের ক্যান। যার বেশির ভাগই বিদেশি, নামি-দামি কোম্পানির। দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রতিষ্ঠানটি বার পরিচালনা করছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (২৩ এপ্রিল) রাতে সেখানে অভিযান চালায় র্যাব।
ছয়তলা ভবনের পাঁচ তলায় বারের কার্যক্রম চললেও তিন ও চার তলায় মেলে মদের গোডাউন। পরে বিপুল পরিমাণ মদ, বিয়ারের ক্যান জব্দ করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে গেলেও ম্যানেজারসহ চারজনকে আটক করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে র্যাব-সেনা কর্মকর্তা পরিচয় দেয়া প্রতারক আটক
র্যাব-১ উত্তরা জোনের সিপিসি-২ মেজর আহনাফ বলেন, মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তারা পালিয়ে গেছে। পরবর্তীতে ম্যানেজারকে সোফার নীচ থেকে পালিয়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।
চার ঘণ্টার অভিযান শেষে র্যাব জানায়, লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে বারের কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি।
মেজর আহনাফ বলেন, ম্যানেজারের সহায়তায় পাওয়া ট্রেড লাইসেন্সে প্রতিষ্ঠানটির নাম রয়েছে টাইগার এন্টারটেইনমেন্ট লিমিটেড। ব্যবসায়ের ধরন লেখা রেস্টুরেন্ট। তবে রেস্টুরেন্টটির গেটের নামফলকে লেখা রয়েছে টাইগার বার। এছাড়া বার লাইসেন্সের পুরোনো একটি কাগজ মিললেও সেটিতেও ব্যবসায়ের ধরন লেখা রয়েছে রেস্টুরেন্ট।
অবৈধভাবে বার পরিচালনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
]]>