গত ১৩ বছরে সরাসরি বা কৌশলে কয়েক দফায় বাড়ানো হয়েছে ট্রেনের টিকিটের দাম। তবে এবার সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে ‘পন্টেজ চার্জ’ বা মাশুল আরোপের মাধ্যমে ভাড়া বাড়ানো হয়েছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-জামালপুর ও ঢাকা-দেওয়ানগঞ্জ- এই ছয় রুটের ১১টি সেতুতে পন্টেজ চার্জ আরোপ করা হয়েছে।
পন্টেজ চার্জ কি
রেলওয়ের ভাষায়, রেলপথে কোনো সেতু বা সমজাতীয় স্থাপনা থাকলে তার রক্ষণাবেক্ষণ ব্যয় মেটাতে যে অতিরিক্ত মাশুল নেওয়া হয় সেটিই পন্টেজ চার্জ। নিয়ম অনুযায়ী ১০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে আড়াই কিলোমিটার পথ হিসেবে গণনা করা হয়। ফলে এক কিলোমিটার দীর্ঘ সেতুর দূরত্ব ধরা হয় ২৫ কিলোমিটার। এতে কাগজে-কলমে রুটের দৈর্ঘ্য বেড়ে যায় এবং সেই অনুপাতে ভাড়াও বাড়ে।
আরও পড়ুন: অতিরিক্ত শীতে নাটোরে ফেটে গেল রেললাইন!
রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ের আয় বাড়ানো ও ব্যয় কমানোর লক্ষ্যে গত ২৫ মে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের উপস্থিতিতে বিশেষ বৈঠক হয়। সেখানে টিকিটের ভাড়া না বাড়িয়ে কীভাবে রাজস্ব বাড়ানো যায়, সে বিষয়ে ১৩টি সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে অন্যতম ছিল ১০০ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের সেতুগুলোতে পন্টেজ চার্জ আরোপ।
কোন রুটে কত টাকা ভাড়া
ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেসের স্নিগ্ধা আসনের ভাড়া ৮৫৫ থেকে ৮৮ টাকা বেড়ে হয়েছে ৯৪৩ টাকা। প্রথম বার্থ ও এসি সিটের প্রতি আসনের ভাড়া এখন যথাক্রমে এক হাজার ১৩৩ ও এক হাজার ৭৪৬ টাকা। আগে ছিল যথাক্রমে এক হাজার ২৫ ও এক হাজার ৫৯০ টাকা।
| ঢাকা-চট্টগ্রাম রুট: সোনার বাংলা এক্সপ্রেস | ||
| আসন | আগের ভাড়া | নতুন ভাড়া |
| স্নিগ্ধা | ৮৫৫ টাকা | ৯৪৩ টাকা |
| ফাস্ট বার্থ | ১০২৫ টাকা | ১১৩৩ টাকা |
| এসি সিট | ১৫৯০ টাকা | ১৭৪৬ টাকা |
কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ট্রেনের বর্তমানে স্নিগ্ধা আসনের ভাড়া এক হাজার ৩২২ টাকা। এখন থেকে দিতে হবে এক হাজার ৪৪৯ টাকা। ভাড়া বেড়েছে ১২৭ টাকা। এসি সিটের ভাড়া এক হাজার ৫৯০ থেকে বেড়ে হয়েছে এক হাজার ৭৪০ টাকা। আর এসি বার্থের ভাড়া এখন দুই হাজার ৪৩০ টাকা, নতুন ভাড়া অনুযায়ী তা হয়েছে দুই হাজার ৬৫৬ টাকা। আগের তুলনায় ভাড়া বেড়েছে ২২৬ টাকা।
আরও পড়ুন: জাহানাবাদ এক্সপ্রেস: জনপ্রিয়তাই এখন ভোগান্তির কারণ!
| ঢাকা-কক্সবাজার রুট: পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেস | ||
| আসন | আগের ভাড়া | নতুন ভাড়া |
| স্নিগ্ধা | ১৩২২ টাকা | ১৪৪৯ টাকা |
| ফাস্ট বার্থ | ১৫৯০ টাকা | ১৭৪০ টাকা |
| এসি সিট | ২৪৩০ টাকা | ২৬৫৬ টাকা |
ঢাকা-সিলেট রুটে মেইল ট্রেনের ভাড়া ১২৫ থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে। শোভন চেয়ারের ভাড়া ৩৫ টাকা বাড়িয়ে ৪১০ টাকা নির্ধারণ করা হয়। স্নিগ্ধা আসনের ভাড়া বর্তমানে ৭১৯ টাকা হলেও নতুন ভাড়া হবে ৭৮৮ টাকা। এসি সিটের ভাড়া ৮৬৩ টাকার জায়গায় এখন হবে ৯৪৩ টাকা। এসি বার্থের ভাড়া ১২৭ টাকা বেড়ে এক হাজার ৪৬৫ হয়েছে।
| ঢাকা-সিলেট রুট | ||
| আসন | আগের ভাড়া | নতুন ভাড়া |
| শোভন | ৩৭৫ টাকা | ৪১০ টাকা |
| স্নিগ্ধা | ৭১৯ টাকা | ৭৮৮ টাকা |
| এসি সিট | ৮৬৩ টাকা | ৯৪৩ টাকা |
| এসি বার্থ | ১৩৩৮ টাকা | ১৪৬৫ টাকা |
| মেইল ট্রেন | ১২৫ টাকা | ১৪০ টাকা |
চট্টগ্রাম-সিলেট রুটে বর্তমানে স্নিগ্ধা আসনের ভাড়া ৮৫৭ টাকা। এখন থেকে দিতে হবে এক হাজার ৯০৯ টাকা। এসি সিটের ভাড়া এক হাজার ৩০ থেকে বেড়ে হয়েছে এক হাজার ৮৭ টাকা। আর এসি ও ফাস্ট বার্থের নতুন ভাড়া যথাক্রমে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৭৮ টাকা ও ১ হাজার ১৩৭ টাকায়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় রেলপথ অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ
| চট্টগ্রাম-সিলেট রুট | ||
| আসন | আগের ভাড়া | নতুন ভাড়া |
| স্নিগ্ধা | ৮৫৭ টাকা | ৯০৯ টাকা |
| ফাস্ট বার্থ | ১০৮০ টাকা | ১১৩৭ টাকা |
| এসি | ১০৩০ টাকা | ১০৮৭ টাকা |
| এসি বার্থ | ১৫৯১ টাকা | ১৬৭৮ টাকা |
চট্টগ্রাম-জামালপুর রুটে শোভন চেয়ারের ভাড়া ৫২৫ থেকে ৫৪৫ টাকা করা হয়েছে। স্নিগ্ধা আসনের ভাড়া বাড়ানো হয়েছে ৩৪ টাকা। আগে ছিল এক হাজার সাত টাকা, এখন হবে এক হাজার ৪১ টাকা। এসি সিটের ভাড়া বেড়েছে ৪৬ টাকা। এক হাজার ২০৮ টাকার টিকিট কিনতে হবে এক হাজার ২৫৪ টাকায়। এসি বার্থের ভাড়া এক হাজার ৮৫৬ থেকে হয়েছে এক হাজার ৯২৫ টাকা।
| চট্টগ্রাম-জামালপুর রুট | ||
| আসন | আগের ভাড়া | নতুন ভাড়া |
| স্নিগ্ধা | ১০০৭ টাকা | ১০৪১ টাকা |
| শোভন চেয়ার | ৫২৫ টাকা | ৫৪৫ টাকা |
| এসি সিট | ১২০৮ টাকা | ১২৫৪ টাকা |
| এসি বার্থ | ১৮৫৬ টাকা | ১৯২৫ টাকা |
ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে স্নিগ্ধার নতুন ভাড়া ৪৮৯ টাকা; যা আগে ছিল ৪৭৮ টাকা। এছাড়া এসি সিট ৫৮৭ এবং এসি বার্থ ৯২৪ টাকা নির্ধারিত হয়েছে।
| ঢাকা-দেওয়ানগঞ্জ রুট | ||
| আসন | আগের ভাড়া | নতুন ভাড়া |
| স্নিগ্ধা | ৪৭৮ টাকা | ৪৮৯ টাকা |
| এসি সিট | ৫৭৫ টাকা | ৫৮৭ টাকা |
| এসি বার্থ | ৯০৭ টাকা | ৯২৪ টাকা |
]]>

৩ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·