রেললাইনের পাশ থেকে শটগানের কার্তুজ উদ্ধার

২ সপ্তাহ আগে
রাজধানীর মালিবাগ এলাকার রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 

সকাল ১১টার দিকে শাহজাহানপুর থানার মালিবাগ রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কার্তুজগুলো উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

 

আরও পড়ুন: মহানন্দা থেকে পরিত্যক্ত অস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানোর হয় শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মালিবাগ রেললাইনের পাশে শটগানের বেশকিছু কার্তুজ পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের টহল দল উল্লেখিত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করে।

 

তালেবুর রহমান বলেন, কার্তুজগুলোর গায়ে বিপি-২০২৩ লেখা আছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এ কার্তুজগুলো থানা থেকে লুট হওয়া কার্তুজ হতে পারে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন