‘রেলওয়ে স্টেশনে যাচ্ছি’: দিল্লিতে নিখোঁজ হওয়ার আগে বাবা-মায়ের কাছে শেষ ফোন শিক্ষার্থীর

২ সপ্তাহ আগে
দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তার নাম স্নেহা দেবনাথ। তিনি ত্রিপুরার বাসিন্দা। গত ৭ জুলাই থেকে নিখোঁজ হন ১৯ বছর বয়সী স্নেহা। তাকে শেষ দেখা গেছে সিগনেচার ব্রিজ এলাকায়।


সোমবার (৭ জুলাই) তিনি তার এক বন্ধুকে সরাই রোহিলা রেলস্টেশনে নামিয়ে দিতে যান। তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন স্নেহা। 


প্রতিবেদনে বলা হয়, স্নেহার পরিবারের সদস্যরা তাকে মরিয়া হয়ে খুঁজছেন এবং তাকে খুঁজে পেতে সাহায্যের জন্য কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কার্যালয় এই ঘটনা সম্পর্কে অবহিত আছেন এবং রাজ্য পুলিশকে ১৯ বছর বয়সী স্নেহার সন্ধান করার জন্য নির্দেশ দিয়েছে।

 

আরও পড়ুন:ভারতে বাবার হাতে টেনিস খেলোয়াড় মেয়ে হত্যার চাঞ্চল্যকর তথ্য

 

স্নেহা দেবনাথ সাবেক সেনা সদস্য, সুবেদার মেজর (অনারারি লেফটেন্যান্ট) প্রীতিশ দেবনাথ (অবসরপ্রাপ্ত) এর মেয়ে। যিনি বর্তমানে কিডনি জটিলতায় ভুগছেন এবং ডায়ালাইসিসের মধ্য দিয়ে যাচ্ছেন।


এক বিবৃতিতে স্নেহার পরিবার জানিয়েছে, ‘স্নেহা ৭ জুলাই তার মাকে বলেছিল যে, সে তার বন্ধুকে সরাই রোহিলা রেলওয়ে স্টেশনে ভোর ৬টা ৪৫ মিনিটের ট্রেনে নামিয়ে দিতে যাচ্ছে। তার মায়ের সাথে তার শেষ যোগাযোগ হয়েছিল ভোর ৫ টা ৫৬ মিনিটে।  আমরা যখন আবার ৮ টা ৪৫ টায় ফোন করি, তখন তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে আমরা জানতে পারি যে তার বন্ধু সেদিন সকালে স্নেহার সাথে দেখা করেনি। ক্যাব ড্রাইভারের সাথে যোগাযোগ করার পর, আমরা জানতে পারি যে, সে তাকে রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয়ার পরিবর্তে সিগনেচার ব্রিজে নামিয়ে দিয়েছে। যেখানে একটিও সিসিটিভি ক্যামেরা কাজ করে না।’

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী স্নেহা শেষ যেখানে অবস্থান করছিলেন তার আশেপাশের এলাকা স্ক্যান করেছে। ক্রাইম ব্রাঞ্চের অনুরোধের ভিত্তিতে ৯ জুলাই এনডিআরএফ ৭ কিলোমিটার এলাকা পর্যন্ত একটি তল্লাশি অভিযান চালায়, তবুও স্নেহার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার কাছে কোনো জিনিসপত্র ছিল না, কেবল তার ফোন ছিল। স্নেহা ৪ মাস ধরে কোনো নগদ টাকা তোলেনি এবং তার অবশিষ্ট সামান্য ব্যালেন্স যা ছিল তাও অপরিবর্তিত রয়েছে।


এদিকে, স্নেহা নিখোঁজ হওয়ার ৪৮ ঘন্টারও বেশি সময় পরে একটি প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করা হয়েছে। স্নেহার পরিবার দাবি করেছে, সিগনেচার ব্রিজের আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলো কার্যকর থাকলে এতক্ষণে তাদের মেয়ের খোঁজ পাওয়া যেত।

 

সরাই রোহিলা স্টেশন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত সিগনেচার ব্রিজটি উত্তর দিল্লির ওয়াজিরাবাদকে জাতীয় রাজধানীর উত্তর-পূর্ব অংশের সাথে সংযুক্ত করে।

 

স্নেহার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণের মামলা দায়ের করেছে।

 

আরও পড়ুন:ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করছে ইয়েমেন


স্নেহা দেবনাথের অসুস্থ বাবা-মাসহ পরিবারের সদস্যরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন এবং তাদের মেয়েকে খুঁজে পেতে জনসাধারণ এবং কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছেন।

 

সূত্র: এনডিটিভি

]]>
সম্পূর্ণ পড়ুন