গত রোববার (২ ফেব্রুয়ারি) এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের পর রেফারিংয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয় (সিএসডি) বরাবর চিঠি দিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়ালের সেই অভিযোগকে একেবারেই উড়িয়ে দিয়েছেন স্পেনের রেফারি সংস্থার প্রধান লুইস মেদিনা কান্তালেহো। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমরা কেউই দুর্নীতিগ্রস্থ নই।'
কান্তালেহোর সুরেই কথা বলেছেন লা-লিগার প্রধান হ্যাভিয়ের তেবাস। শুধু তাই নয়, রিয়ালকে নিয়ে রীতিমতো ব্রিদ্রুপ করেছেন স্প্যানিশ লিগটির কর্তাব্যক্তি। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'তারা ভুক্তভোগী সাজার জন্য গল্প বানিয়েছে এবং সেই গল্পের মূল আকর্ষণ সেদিন প্রকাশিত চিঠিটি।'
তিনি আরও বলেন, 'এই ইস্যুকে অনেক গুরুত্ব দেয়া হয়েছে। তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ফুটবল রিয়াল মাদ্রিদকে কেন্দ্র করে কাজ করে না।'
আরও পড়ুন: ফিরমিনোকে নিবন্ধন তালিকা থেকে বাদ দিল আল আহলি
লা-লিগা প্রেসিডেন্টের এমন মন্তব্যের অবশ্য কড়া জবাব দিয়েছে রিয়াল। মাদ্রিদ ডার্বিতে মাঠে নামার আগে এই বিষয়ে সংবাদ সম্মেলনে কড়া জবাব দিয়েছেন রিয়াল বস আনচেলত্তি। তিনি বলেন, 'রিয়াল নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারায়নি। তারা কেবল কিছু বিষয়ের উন্নতির চেষ্টা করছে।'
তিনি আরও বলেন, 'এটা এমন একটা বিষয়, এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচের (মাদ্রিদ ডার্বি) আগে আমি যা নিয়ে আলোচনা করতে চাই না। তবে তেবাস শান্ত থাকতে পারেন। এখানে কেউ নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়নি। কিছু বিষয়ের উন্নতির জন্য এবং বর্তমান পদ্ধতির পরিবর্তনের জন্য (এস্পানিওল ম্যাচে) যা ঘটেছে, আমরা কেবল তার ব্যাখ্যা দাবি করেছি।'
]]>