রেকর্ডবইয়ে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী

১ সপ্তাহে আগে
আইপিএলে সোমবার (২৮ এপ্রিল) গুজরাটের বিপক্ষে ৩৫ বলে শতক হাঁকিয়ে রেকর্ড গড়েছেন রাজস্থানের ১৪ বছর বয়সি বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী। তার পাশাপাশি আরও অনেক রেকর্ডে নাম লিখিয়েছে এই বিস্ময়বালক।

মাত্র ৩৫ বলে শতক হাঁকিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে শতক হাঁকানোর পাশাপাশি ভারতীয় ব্যাটারদের মধ্যে আইপিএলে দ্রুততম শতকের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন বৈভব। আর আইপিএলে এটি দ্বিতীয় দ্রুততম শতক। মাত্র ৩০ বলে শতক হাঁকিয়ে সবার ওপরে ক্রিস গেইল।


আরও পড়ুন: ৩৫ বলে সেঞ্চুরি করে অনন্য রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব 


১০১ রানের ইনিংস খেলার পথে বৈভব ৭ চার এবং ১১ ছক্কা হাঁকিয়েছেন। রাজস্থানের হয়ে এক ইনিংসে ১১ ছক্কার কীর্তি নেই আর কারও। এতদিন সাঞ্জু স্যামসনের ১০ ছক্কাই ছিল সর্বোচ্চ। আর আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যেও যৌথভাবে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন বৈভব। মুরালি বিজয়ের ১১ ছক্কার রেকর্ড এতদিন ছিল এককভাবে সর্বোচ্চ।


আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে শতক হাঁকিয়েছেন বৈভব সূর্যবংশী। নিজের তৃতীয় ইনিংসেই শতকের দেখা পেয়েছে এই বিস্ময়বালক। এর আগে চতুর্থ ইনিংসে শতক হাঁকিয়ে এই রেকর্ডটা ছিল মানিষ পান্ডে, পল বালথাঠি এবং প্রিয়ানশ আরিয়ার দখলে।

]]>
সম্পূর্ণ পড়ুন