শনিবার (২২ নভেম্বর) মিরপুর টেস্টে চতুর্থ দিনে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার পর তার থেকে অভিনন্দন বার্তাও পান তাইজুল। একইসঙ্গে টাইগার অলরাউন্ডার তাকে শুভকামনা জানান, ৪০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করার।
সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তাইজুলের সঙ্গে নিজের একটি ছবি জুড়ে দিয়ে লেখেন, ‘অভিনন্দন, তাইজুল। আমি দেখছি, তুই যখন তোর ক্যারিয়ার শেষ করবি, তখন তোর ঝুলিতে ৪০০ উইকেট থাকবে। শুভকামনা।’
আরও পড়ুন: চতুর্থ দিন শেষে জয় থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ
৭১ টেস্টে ১২১ ইনিংস বল করে ২৪৬ উইকেট নিয়ে এতদিন টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন সাকিব। টাইগার অলরাউন্ডারকে স্পর্শ করতে তাইজুলের ২০ ইনিংস কম লেগেছিল। আর রেকর্ড ভেঙেছেন ১০২ ইনিংসে। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ দিয়ে তিনি খেলছেন ক্যারিয়ারের ৫৭তম ম্যাচ।
তাইজুলের সামনে এখন বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করার সুযোগ। রোববার (২৩ নভেম্বর) মিরপুর টেস্টে পঞ্চম দিনে আর মাত্র ১টি উইকেট পেলেই পূরণ হবে তার সে মাইলফলক। সাদা পোশাকে গতকাল পর্যন্ত তার শিকার ২৪৯ উইকেট।
আরও পড়ুন: ১০ হাজার রানের মাইলফলকে মার্শাল আইয়ুব, সাকিবের পাশে শুভাগত
]]>
১৮ ঘন্টা আগে
১






Bengali (BD) ·
English (US) ·