রেকর্ড গড়ে জিতল আফগানিস্তান

২ সপ্তাহ আগে
চলতি বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছিল আফগানিস্তান। ৩ মাসের ব্যবধানেই এবার সেই রেকর্ড ভেঙে ফেলল আফগানরা। জিম্বাবুয়েকে ২৩২ রানের ব্যবধানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়েছে রশিদ খান-মোহাম্মদ নবিরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে ১-০ ব্যবধানে লিড নিয়েছে আফগানরা। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল। 

 

টস হেরে ব্যাটিংয়ে নেমে সেদিকুল্লাহ আতালের সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান করে আফগানিস্তান। জবাব দিতে নেমে ১৭ ওভার ৫ বলে ৫৪ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। 

 

হারারের জটিল উইকেটে দেখেশুনে ভালো শুরু করে আফগানিস্তান। আফগান দুই ওপেনারই মূলত ম্যাচের ভাগ্য গড়ে দেন। উদ্বোধনী জুটিতে ১৯১ রান করেন সেদিকুল্লাহ এবং আব্দুল মালিক। ৩৫তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ৮৪ রানে মালিক আউট হলে ভাঙে এই জুটি।

 

উদ্বোধনী জুটিতে ৩ শতাধিক রানের স্বপ্ন দেখলেও ধীরে ধীরে সেই স্বপ্ন ফিকে হতে থাকে আফগানদের। ইনিংসের শেষদিকে পিচ খারাপ হতে শুরু করায় দ্রুত সময়ে বেশকিছু উইকেট হারায় সফরকারীরা। সেঞ্চুরি পূর্ণ করেই আউট হন সেদিক। ১২৮ বলে খেলা ১০৪ রানের ইনিংসে ৪টি ছক্কা ও ৮টি চার মেরেছেন তিনি। 

 

আরও পড়ুন: ভারতের কাছে বড় হারে ফাইনালের স্বপ্নে হোঁচট খেল বাংলাদেশ

 

আজমতউল্লাহ ওমরজাই, রহমত শাহরা ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। শেষদিকে মোহাম্মদ নবির সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে ২৮৬ রানের সংগ্রহ এনে দেন হাশমতউল্লাহ শহিদি। ৩০ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন শহিদি। 

 

জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের কেবল দুইজন ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন। ওমরজাই, ফজলহক ফারুকি এবং নাভিদ জাদরানদের সামনে দাঁড়াতেই পারেননি রোডেশিয়ান ব্যাটাররা।

 

আফগানদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন গজনফর এবং নাভিদ জাদরান। দুই উইকেট পেয়েছেন ফারুকি। 

 

]]>
সম্পূর্ণ পড়ুন