শুক্রবার (২৭ জুন) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বুড়িগাংনী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত বাদুল্লা মোল্লা রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
আরও পড়ুন: গুলিতে প্রাণ গেল মাদক সিন্ডিকেট ‘বি কোম্পানি’ সদস্যের, আহত ২
গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার শিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই সাধন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল মোল্লাহাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ধর্ষণ মামলায় তিন বছর আগে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা এড়াতে বাদুল্লা মোল্লা দীর্ঘদিন পলাতক ছিলেন। শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’