রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত শেষ করার দোয়া চাইলেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান

২ সপ্তাহ আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত শেষ করার জন্য সকলের কাছে দোয়া চাইলেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান। শনিবার (১ নভেম্বর) দুপুরে তিনি মোংলায় বিএলএস মসজিদ দেয়া মাহফিলের মাধ্যমে দোয়া চান এবং মন্দির ও গির্জায় গিয়ে সকলে কাছে আশীর্বাদ কামনা করেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষ হওয়ার কথা রয়েছে, কাজও চলছে পুরোদমে। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সকল ইউনিট সমানভাবে উৎপাদনে যাবে। তাই সবাইকে বলবো-দোয়া করেন, যাতে আমরা এটা ঠিক মতো করতে পারি। সুন্দর ও সঠিক ভাবে যদি কাজ সম্পন্ন হয়, তা হলে দুই ইউনিট মিলে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। যা দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে।

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিবেশের ওপর কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

 

আরও পড়ুন: খুলনা-মোংলা রেলপথ: নেই পণ্যবাহী ট্রেন, থেমে আছে অর্থনৈতিক সম্ভাবনা

 

এসময় মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেরা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ছাড়াও মৃধা ফারুকুল ইসলাম, গোলাম নুর জনি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার ও খানজাহানসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: মোংলায় ঘর দখল নিয়ে হামলা, নারীর চোখ উপড়ে ফেলার চেষ্টা

 

২০১৬ সালে শুরু হওয়া দেশের এ মেগা প্রকল্পের কাজ ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এখনও চলছে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই শেষ হওয়ার কথা রয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন