রূপগঞ্জে ২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

২ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চারটি বাষিজ্যিক প্রতিষ্ঠানসহ ২০০ অবৈধ আবাসিক গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃৃপক্ষ। এসময় একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার রূপসী, কাজীপাড়া, আতলাপুর ও হাটাবো এলাকার ছয়টি স্থানে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।


নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এসময় দুইটি চুন কারখানা, একটি বেকারি কারখানা ও একটি খাবার হোটেলের অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্নসহ চুন কারখানাগুলোর অবৈধ ভাট্টি গুঁড়িয়ে দেয়া হয়। জব্দ করা হয় অবৈধ ২০টি চুলা, ২টি ওভেনসহ বিপুল সংখ্যক পাইপ, রাইজার ও বার্নার। এছাড়া হাটাবো এলাকায় থ্রি স্টার ফুড প্রোডাক্টস নামে একটি বেকারী কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অন্য প্রতিষ্ঠানের মালিকপক্ষের কেউ না থাকায় জরিমানা করা সম্ভব হয়নি। 

আরও পড়ুন: রূপগঞ্জে অর্ধশত অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন, লাখ টাকা জরিমানা

পরে দুই কিলোমিটার বিস্তৃত ১০০ বাড়ির ২০০ অবৈধ আবাসিক গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। পরে অবৈধ সংযোগ বন্ধে মূল বিতরণ লাইন থেকে নেয়া অবৈধ সংযোগস্থল গুলো গ্র্যান্ডিং মেশিন দিয়ে অপসারণ করে দেয় তিতাস কর্তৃপক্ষ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন