রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, আলটিমেটাম

২ দিন আগে
নারায়ণগঞ্জে একাত্তর টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধ শতাধিক সাংবাদিকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 


তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাব এবং সাংবাদিক সংগঠনের নেতা ও সদস্যরা।


মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ছয়দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি। হামলাকারীদের চিহ্নিত করা হলেও তাদের কাউকে গ্রেফতারও করতে পারেনি। তাই আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের প্রতি আলটিমেটাম দেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

আরও পড়ুন: শেরপুরের উন্নয়নের দাবিতে ১৪ কিলোমিটার মানববন্ধনের ডাক

অন্যথায় অচিরেই ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।


মানববন্ধন চলাকালে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে সাংবাদিক রিয়াজের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচারের আশ্বাস দিলে সাংবাদিকরা মাননবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষ করেন।


উল্লেখ্য, গত ৭ মে (বুধবার) রাতে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ শহরের সাংবাদিক কার্যালয়ের সামনে রিয়াজ হোসেনের ওপর অতর্কিতভাবে হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা। এসময় তারা রিয়াজকে এলোপাতাড়ি পিটিয়ে ও ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে থেতলে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক রিয়াজকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।


এ ঘটনায় আহত রিয়াজ হোসেনের ছোট ভাই সাইজুল ইসলাম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ ভুক্তভোগী রিয়াজ হোসেন ও তার পরিবারের।

]]>
সম্পূর্ণ পড়ুন