রূপগঞ্জে যুবক হত্যা: একজনের মৃত্যুদণ্ড ও ১৭ জনের যাবজ্জীবন

৩ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ও সন্ত্রাসের প্রতিবাদ করায় নজরুল ইসলাম বাবু (২৬) নামে এক যুবককে হত্যার মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে এই মামলায় ছয়জনকে খালাস দেয়া হয়েছে। এছাড়া দুইজন আসামি এরইমধ্যে মৃত্যুবরণ করেছেন।

 

হত্যাকাণ্ডের দীর্ঘ ১৪ বছর পর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

তবে এসময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন।

 

রায়ের বিষয়টি বিকেলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

 

আরও পড়ুন: চট্টগ্রামে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ডাদেশ, একজনের যাবজ্জীবন

 

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হলেন- তাওলাদ ওরফে জহিরুল।

 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মিজান, মোহাম্মদ আলী, আব্দুল লতিফ, হানিফ, সোহেল, সবুজ, মিলন, সেলিম, গুলজার, লেদা ফারুক, রাসেল, মোমেন, সাদ্দাম, শাহীন, রুহুল আমিন, আবুল, পণ্ডিত।

 

খালাসপ্রাপ্তরা হলেন- আবু, মাসুদ, মান্নান, শামীম, সোহেল ও দেলোয়ার। এছাড়া আবুল হাসেম ও শওকত মৃত্যুবরণ করেছেন।

 

মামলার বিবরণে জানা যায়, রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকায় মাদক ও সন্ত্রাসের প্রতিবাদ করায় জালাল উদ্দিনের ছেলে বাবুকে ২০১১ সালের ৫ নভেম্বর কুপিয়ে ও গুলি করে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ হত্যা মামলা করেন। পরে পুলিশ ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

 

আরও পড়ুন: ভোলায় দুই ভাইকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

 

রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, আদালত এই মামলায় উভয়পক্ষের শুনানি, যুক্তিতর্ক, ২৫ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি তাওলাদ ওরফে জহিরুলকে মৃত্যুদণ্ড এবং ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন