পরিবারে দাবি, মিরাজকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন: গাইবান্ধার সদর থানার মধ্য নারায়ণপুর এলাকার বাসিন্দা মুন্না শেখ (২৫) ও কুড়িগ্রাম জেলার সদর থানার ঘোগাদাও এলাকার সুমন আহমেদ (২১)। তারা দুজন মিরাজের বাবার নির্মাণাধীন বাড়িতে টাইলস মিস্ত্রীর কাজে নিয়োজিত ছিলেন।
জানা গেছে, নিহত মিরাজ হোসেন উপজেলার কাটাখালী এলাকার আব্দুল মতিনের ছেলে। সে স্থানীয় কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: মাদারীপুরে রান্নাঘর থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘সকালে মিরাজ বাবার নির্মাণাধীন একতলা নতুন বাড়িতে কর্মরত শ্রমিকদের জন্য খাবার নিয়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও মিরাজ বাড়িতে ফিরে না আসায় তার মা, বাবাসহ স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে সন্ধ্যায় বাড়ির কাছাকাছি নিজেদের নির্মাণাধীন নতুন ভবনের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় মিরাজের নিথর দেহ দেখতে পান। পরে ওই অবস্থায় মিরাজকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: খালার বাড়ি থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘ছেলেটির পরিবারের অভিযোগ এটি হত্যাকাণ্ড। মৃত্যুর বিষয়ে আমাদের তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই টাইলস মিস্ত্রীকে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’