জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সোমবার (৬ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাছুমাবাদ, আতলাশপুর ও হাটাবো এলাকায় তিনটি স্পটে এ অভিযান পরিচালিত হয়।
এসময় তিনটি বেকারি কারখানা ও একটি খাবার হোটেলসহ দুই কিলোমিটার বিস্তৃত এলাকার এক হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল অবৈধ পাইপ, রাইজার ও বার্নার।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৪ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
পরে বিচ্ছিন্নকৃত সংযোগগুলো পুনরায় স্থাপন রোধে তিতাসের মূল বিতরণ সংযোগস্থলগুলো স্থায়ীভাবে সিলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের স্থানীয় ব্যবস্থাপক, কর্মকর্তা ও প্রকৌশলীরা।