রিয়ালের সর্বনাশে ব্রাজিল পাচ্ছে পৌষমাসের সুবাস

৩ সপ্তাহ আগে
কারও পৌষমাস, কারও সর্বনাশ! কার্লো আনচেলত্তিকে ঘিরে এই প্রবাদকে এখন যথার্থ বলা চলে। গতকাল কোপা দেল রে'র ফাইনালে বার্সেলোনার পাশাপাশি ব্রাজিলের সমর্থকরাও আনচেলত্তির সর্বনাশের আশায় ছিলেন। সর্বনাশ কেনইবা চাইবে না, রিয়াল হারলেই তো চাকরি নিয়ে টানাটানি পড়বে এই ইতালিয়ান কোচের। আর চাকরি গেলেই তো খুলবে ব্রাজিলের কপাল। আগামী বছর যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিল যে ত্রাতা হিসেবে আনচেলত্তিকেই মানছে।

গতকাল (শনিবার) রাতে কোপা দেল রে'র ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেভিলের এস্তাদিও দে লা কারতুজায় অনুষ্ঠিত ফাইনালে ৫ গোলের থ্রিলারে রিয়ালকে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। ম্যাচের নির্ধারিত সময় ২-২ গোলের সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। দ্বিতীয়ার্ধে ব্রাহিম দিয়াজের ভুলে বার্সেলোনা জয়সূচক গোল পায়।


কোপা দেল রে'র ফাইনালে হেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদ এখন শিরোপাহীন মৌসুম কাটানোর শঙ্কায়। সেই সঙ্গে আনচেলত্তির রিয়াল মাদ্রিদ অধ্যায়ও শেষের দ্বারপ্রান্তে। এই মৌসুম শেষে এই ইতালিয়ান কোচের মাদ্রিদ ছাড়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত।


আরও পড়ুন: রিয়ালকে হারানোর পর ‘গার্ড অব অনার’ দিলো বার্সা


আর ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ কারণেই আশাবাদী। গত বিশ্বকাপের পর এখন পর্যন্ত দুজন কোচের অধীনে খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু হতাশাজনক পারফরম্যান্সের কারণে চাকরি বাঁচাতে পারেননি কেউই। সবশেষ বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে নাস্তানাবুদ হওয়ার পর চাকরি হারিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।


এর আগেও আনচেলত্তিকে কোচ বানানোর চেষ্টা করে ব্যর্থ হলেও এবার আশাবাদী সিবিএফ। আসন্ন গ্রীষ্মেই এই ইতালিয়ানের কাঁধে সেলেসাওদের দায়িত্ব সপে দিতে পারবে বলে আশাবাদী তারা। এমনটাই জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভোর খবর অনুযায়ী, সিবিএফের প্রতিনিধি এরই মধ্যে স্পেনে এসে আনচেলত্তির সঙ্গে দেখা করে সম্ভাব্য চুক্তি নিয়ে আলাপ আলোচনা সেরেও ফেলেছে।

 

আরও পড়ুন: বলেছিলাম, রিয়াল এ বছর আমাদের সামলাতে পারবে না: ইয়ামাল


এর আগে স্পেনের সংবাদমাধ্যমে প্রতিবেদন বেরিয়েছিল, এই মৌসুমে রিয়াল কোনো শিরোপা জিততে না পারলে মৌসুম শেষে মাদ্রিদ ছাড়বেন আনচেলত্তি। কোপা দেল রে'তে বার্সেলোনার কাছে হেরে যাওয়ার পর এই সপ্তাহেই রিয়ালের কোচের পদ থেকে সরে যেতে পারেন তিনি, যদিও এই খবরটি পুরোপুরি নিশ্চিত নয়।


আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি ২০২৬ এর গ্রীষ্ম পর্যন্ত হলেও খুব সম্ভব ক্লাব বিশ্বকাপের আগেই ক্লাবটির ডাগআউট ছাড়তে হবে তাকে। ব্রাজিলের ফুটবল ফেডারেশনের কর্তারাও জুনের ক্লাব বিশ্বকাপের আগেই তার সঙ্গে চুক্তি সম্পাদনের ব্যাপারে আশাবাদী। 

]]>
সম্পূর্ণ পড়ুন