রিয়ালের সঙ্গে মানিয়ে নিয়েছে এমবাপ্পে: আনচেলত্তি

১ দিন আগে
কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের সঙ্গে মানিয়ে নিয়েছে, এখন সবাই তার বিধ্বংসী রুপ দেখবে। এমন মন্তব্য করেছেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। শুধু এমবাপ্পে নন, রিয়ালের সবাই ছন্দে ফিরেছে এবং ২০২৫ সালও রিয়াল মাদ্রিদের দুর্দান্ত কাটবে বলে প্রত্যাশা করেন তিনি।

রিয়াল মাদ্রিদে এসে স্বপ্ন পূরণ হয়েছে কিলিয়ান এমবাপ্পের। কিন্তু ধ্বংস হচ্ছে মাদ্রিদিস্তাদের টিম কম্বিনেশন! ক'দিন আগ পর্যন্তও ফ্রেঞ্চ তারকাকে নিয়ে এমন আক্ষেপ ছিলো ভক্তদের। লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ, প্রত্যাশিত পারফরমেন্স ছিলো না রিয়ালের। যার সমস্ত দায় গিয়ে পড়ছিলো এমবাপের কাঁধে।


যদিও শুরু থেকেই শিষ্যের পাশে থেকেছেন কার্লো অনচেলত্তি। গণমাধ্যম যখন নেচিতবাচক খবর প্রকাশ করতো সেটাও সামলে নিয়েছেন এই মাস্টার মাইন্ড। কার্লো অপেক্ষায় ছিলেন এমবাপ্পের সেরা সময়ে ফেরার। শেষ পর্যন্ত কোচের আস্থার প্রতিদান দিয়েছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। এবার তাই বড় গলায় এমবাপ্পেকে প্রশংসায় ভাসালেন কার্লো আনচেলত্তি।


রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেন, 'শুরুতে এমবাপ্পেকে নিয়ে বহু সমালোচনা হয়েছে। সে এটাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ করে গেছে। এখন সে নিজের স্কিল দেখাতে পারছে। আমি বলেছিলাম রিয়াল মাদ্রিদে তার মানিয়ে নেয়ার সময় শেষে হয়ে গেছে। সেটাই হয়েছে। এখন শুধু সে পারফর্ম করবে। আমি তার ওপর আস্থা রেখেছিলাম, এখন তার প্রতিদান পাওয়ার সময়।'


আরও পড়ুন: রিয়াল মাদ্রিদে ‘নিষিদ্ধ’ ব্যালন ডি’অর! 


খারাপ সময়ের মধ্যে থাকলেও রিয়াল মাদ্রিদের হয়ে পারফরমেন্স মোটেও হতাশার ছিলো না এমবাপ্পের। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেছেন ১৪ গোল। তাও যেনো ভক্তদের মন ভরছিলো না। আসলে রিয়ালের বাজে ফরম আর এমবাপ্পের কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স না পাওয়ার জন্যই ছিলো এসব সমালোচনা।


আনচেলত্তি বলেন, 'আমরা বুঝতে পেরেছি কোথায় আমাদের ঘাটতি ছিলো। সেটা অনুধাবন করতে পেরেছিলাম বলেই এখন ভালো করা সম্ভব হচ্ছে। মিলানের বিপক্ষে হারের পর আমাদের সত্যিই খারাপ সময় গিয়েছে। তবে এমবাপ্পে থেকে শুরু করে দলের সবাই যেভাবে ঘুরে দাড়িঁয়েছে তা সত্যিই অসাধারণ। আশা করছি ২০২৫ আমাদের ভালো যাবে।'


লা লিগার শীর্ষস্থান দখলে নিয়েছে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বি অ্যাতলেটিকো মাদ্রিদ। পিছিয়ে থাকলেও ঘাড়ে শ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে অবস্থান ভালো না হলেও যেভাবে ছন্দে ফিরছে ফুটবলাররা, তাতে আগামী বছর নিয়েও দুর্দান্ত কিছুর প্রত্যাশা রাখাই যায়। 

]]>
সম্পূর্ণ পড়ুন