রিয়ালের পাঁচে পাঁচ

২ সপ্তাহ আগে
লা লিগায় জিতেই চলেছে রিয়াল মাদ্রিদ। এবার ঘরের মাঠে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে শাবি আলোনসোর দল। গোল করেছেন এডার মিলিতাও ও কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে নিজের ৭ম গোল করলেন এমবাপ্পে।

ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছিল রিয়াল মাদ্রিদ। বড় ধাক্কা খায় লস ব্লাঙ্কোসরা। কিন্তু নতুন মৌসুমে আগের ব্যর্থতা ভুলে দুর্দান্ত গতিতে ছুটছে শাবি আলোনসোর দল।


চলতি মৌসুমে সব আসর মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলের মুখোমুখি হয় লস ব্লাঙ্কোস। শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিলো রিয়াল। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ডি-বক্সের বাইরে থেকে এডার মিলিতাওয়ের বুলেট গতির শট। ২২ মিনিটেই লিড পেয়ে যায় স্বাগতিকরা। সেই লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করে রিয়াল।


আরও পড়ুন: আবার চোটে পড়লেন নেইমার 


বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে শাবি আলোনসোর দল। ৪৭ মিনিটে ভিনি-এমবাপ্পের দারুণ রসায়ন। এবারও ডি-বক্সের বাইরে থেকে গোলের চেষ্টায় শট নেন এমবাপ্পে। এসপানিওল গোলরক্ষক পারেননি সেই শট রুখে দিতে। ২-০'তে লিড পায় মাদ্রিদিস্তা।


৬৬ মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ এসেছিলো রিয়ালের সামনে। এমবাপ্পের নেয়া দুটি শট রুখে দেন এস্পানিওলের গোলরক্ষক দিমিত্রোভিচ। অবিশ্বাস্যভাবে ভিনির নেয়া শটটাও ফিরে আসে পোস্টে লেগে।


ম্যাচের বাকি সময়টাতেও আধিপত্য ছিলো রিয়ালের। কিন্তু শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি তারা। ২-০ ব্যবধানে লিগে টানা ৫ম জয় তুলে নেয় লা লিগার সবচেয়ে সফল দলটা।

]]>
সম্পূর্ণ পড়ুন