এল ক্লাসিকোয় মুখোমুখি হওয়ার আগে রিয়াল মাদ্রিদ টিভি বুরগোসের ক্যারিয়ারের ভুলগুলো ধরিয়ে একটি ভিডিও বানিয়েছে। পাশাপাশি তারা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে আবেদন জানিয়েছিল, যাতে অন্য কাউকে রেফারির দায়িত্ব দেওয়া হয়নি। আরএফইএফ সেই আবেদন নাকচ করে দিয়েছে। খবর কোপের।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রিয়াল মাদ্রিদ টিভির সমালোচনামূলক ওই ভিডিও প্রকাশের পর সংবাদ সম্মেলনে কান্না করেছিলেন বুরগোস। বিষয়টিকে রেফারিরা চাপ হিসেবে দেখছে।
আরও পড়ুন: নির্মাণাধীন ক্যাম্প ন্যুর ছবি প্রকাশ করলো বার্সেলোনা
কোপা দেল রের এল ক্লাসিকোয় ভিএর রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পাবলো গঞ্জালেস। ক্লাবগুলো থেকে রেফারিদের ওপর ক্রমাগত চাপের ব্যাপারে তারা পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে, ফাইনালে মুখোমুখি হওয়ার রিয়াল মাদ্রিদ এমনিতেও স্বস্তিতে নেই। ইনজুরিতে প্রায় ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য এদোয়ার্দো কামাভিঙ্গা ও ডেভিড আলাবা। অনিশ্চয়তা আছে এমবাপের খেলা নিয়েও। কামাভিঙ্গা ও আলাবার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান কোচ অ্যানচেলত্তি। মেডিক্যাল রিপোর্টের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ইতালিয়ান কোচ।