রিয়াল ভক্তের নাক ফাটিয়ে গ্রেফতার হলেন বার্সেলোনা সমর্থক

২ সপ্তাহ আগে
কোপা দেল রের ফাইনালে রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ম্যাচে দায়িত্বপ্রাপ্ত রেফারি নিয়ে অভিযোগ তুলেছিল রিয়াল মাদ্রিদ। সে নিয়ে অস্থিরতা দেখা দেয় স্পেনের ফুটবলে। তবে মাঠে নামার আগে আরেক কাণ্ড ঘটিয়ে বসলো বার্সেলোনার এক সমর্থক। রিয়াল মাদ্রিদের এক ভক্তের নাক ফাটিয়ে গ্রেফতার হলেন বার্সার সেই ভক্ত।

স্পেনের সংবাদমাধ্যম রেডিও কোপের বরাত দিয়ে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, কোপা দেল রে'র ফাইনাল মাঠে গড়ানোর আগেই সংঘাতে জড়িয়েছে রিয়াল ও বার্সেলোনার সমর্থকরা। মাদ্রিদের এক ভক্তের নাক ফাটিয়ে দেয়ায় বার্সেলোনার এক ভক্তকে গ্রেফতারের কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি। সব মিলিয়ে সেভিলে দুই দলের সংঘাতের অভিযোগে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বার্সেলোনার তিনজন এবং বাকি দুজন রিয়াল মাদ্রিদের। 

 

কোপা দেল রে'র এবারের ফাইনাল নানা কারণেই আলোচনায়। রেফারিং নিয়ে রিয়ালের অভিযোগে ম্যাচটিই ভেস্তে যেতে বসেছিল। শেষ পর্যন্ত মাদ্রিদের দলটি খেলতে রাজি হলেও এই ঘটনায় স্পেনের ফুটবল এখন দুই শিবিরে বিভক্ত। ফাইনাল সামনে রেখে মারমুখী হয়ে উঠেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটির সমর্থকরা।

 

আরও পড়ুন: রেফারিদের শত্রু হিসেবে দেখা উচিত নয়: হ্যান্সি ফ্লিক


বার্সেলোনার সমর্থকরা ফের রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়রকে আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে বলেও জানিয়েছে কোপ। ভিনিসিউসের নাম ধরে তারা আপত্তিকর স্লোগান দিয়েছেন। গত কয়েক মৌসুম ধরেই বার্সেলোনার সমর্থকরা ব্রাজিলের এই উইঙ্গারকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও স্লোগান দিয়ে আসছে। সেভিলের রাস্তাতেও কিউল সমর্থকদের আজও  'ভিনিসিউস মরে যাও' বলে স্লোগান দিতে শোনা গেছে। 


সেভিলের এস্তাদিও দেল লা কার্তুজায় রাত ২টায় মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। এই ম্যাচকে কেন্দ্র করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের ব্যাপক হাঙ্গামার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

]]>
সম্পূর্ণ পড়ুন