রিয়াল বধের পর ফ্লিকের চোখ এখন ট্রেবলে

৩ সপ্তাহ আগে
সাফল্য হ্যান্সি ফ্লিকের সঙ্গে পায়ে পায়ে হাঁটে। কোচিং ক্যারিয়ারে বায়ার্ন মিউনিখকে দিয়েছিলেন ট্রেবল জয়ের স্বাদ। বার্সেলোনার যখন দায়িত্ব নিলেন, তখন ক্লাবটা পার করছে স্মরণকালের সবচেয়ে খারাপ সময়। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পেরেই উঠছিল না বার্সেলোনা। অথচ সেই কাতালানরাই ফ্লিকের হাতে পড়ে এখন অপ্রতিরোধ্য। ট্রেবল জয়ের পথে হাঁটছে কাতালানরা। চলতি মৌসুমে দুই ফাইনালে দুবার রিয়ালকে নাস্তানাবুদ করে জিতিয়েছেন দুই শিরোপা।

একই মৌসুমে লিগ, ঘরোয়া কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাকে বলে 'ট্রেবল' জেতা। কোচ হিসেবে ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন মিউনিখকে ট্রেবল শিরোপা জিতিয়েছিলেন এই জার্মান কোচ। ক্লাব হিসেবে বার্সেলোনারও এই কীর্তি দুবার আছে। ২০০৮-০৯ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে প্রথমবার ট্রেবল জেতে কাতালানরা। আর ২০১৪-১৫ মৌসুমে দ্বিতীয়বারের মতো এই কীর্তি গড়ে তারা।  


এবার বার্সা আর ফ্লিকের কপাল খুলতে পারে একই সঙ্গে। চলতি মৌসুমে কাতালানদের কোচের দায়িত্ব নিয়ে এই জার্মান তাদের জিতিয়েছেন দুটি শিরোপা। সামনে সুযোগ আরও দুটির। আর এই দুটি জেতাতে পারলেই ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে বার্সা তৃতীয়বারের মতো এবং দ্বিতীয় কোচ হিসেবে ফ্লিক দ্বিতীয় ট্রেবল জিতবেন।

 

আরও পড়ুন: রিয়ালের সর্বনাশে ব্রাজিল পাচ্ছে পৌষমাসের সুবাস


গত রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রে'র শিরোপা জিতেছে বার্সা। লা লিগায়ও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কাতালানরা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও উঠেছে ফ্লিকের শিষ্যরা।


কোপা দেল রে'র শিরোপা জেতার পর ফ্লিক এখন ট্রেবলের স্বপ্ন দেখছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন উদযাপন করব। তারপর বিশ্রাম নিয়ে কঠোর পরিশ্রম শুরু করব। আমাদের সামনে দারুণ সুযোগ রয়েছে ট্রেবল জয়ের।’


লা লিগায় আর পাঁচটি করে ম্যাচ বাকি। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে বার্সা। আগামী ৪ মে লিগে বার্সার পরবর্তী ম্যাচ ভায়োদলিদের বিপক্ষে। এরপর ১১ মে মৌসুমের শেষ এল ক্লাসিকো। এই ম্যাচেই লা লিগার ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে।


তার আগেই অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সা। আগামী মঙ্গলবার (৩০ এপ্রিল) ঘরের মাঠে প্রথম লেগ খেলবে কাতালানরা। ৬ মে দ্বিতীয় লেগ ইন্টারের মাঠে অনুষ্ঠিত হবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন