স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পরদিনই শাবি আলোনসোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদ। সাত মাসের সংক্ষিপ্ত অধ্যায় শেষে ক্লাবটির মূল দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান রিয়ালের সাবেক এই মিডফিল্ডার।
দায়িত্ব ছাড়ার পর প্রথমবার রিয়াল মাদ্রিদ ও সমর্থকদের উদ্দেশে ব্যক্তিগত বার্তা দিয়েছেন আলোনসো। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আলোনসো লেখেন, ‘এই পেশাদার অধ্যায়টি শেষ হয়ে গেল, এটা আমাদের প্রত্যাশামতো হয়নি। রিয়াল মাদ্রিদকে কোচিং করানো আমার জন্য প্রতিদিনই ছিল সম্মান ও বড় দায়িত্ব।’
আরও পড়ুন: লেভারকুসেনে ইতিহাসগড়া শাবি কেন রিয়ালে এক মৌসুমও টিকলেন না
ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে আলোনসো লেখেন, ‘ক্লাব, খেলোয়াড় এবং সর্বোপরি মাদ্রিদ সমর্থকদের আস্থা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং নিজের সর্বোচ্চটা দেওয়ার গর্ব নিয়েই আমি ক্লাব ছাড়ছি।’
কার্লো আনচেলত্তির বিদায়ের পর গত বছরের জুনে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নেন আলোনসো। সাবেক ফুটবলার হিসেবে ‘ঘরের ছেলে ঘরে ফেরা’— এই প্রত্যাশা নিয়েই শুরু হয়েছিল তার যাত্রা। বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত দারুণ সাফল্য পাওয়া আলোনসোর কাছ থেকে রিয়াল সমর্থকেরাও বড় কিছু আশা করেছিলেন।
তবে মাঠের ফলাফল সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। লিগ ও কাপ— দুই মঞ্চেই পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল না। সর্বশেষ স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে হারই শেষ পর্যন্ত আলোনসোর ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়।
আরও পড়ুন: শাবির বিদায়ের পর রিয়াল ফুটবলারদের আবেগঘন বার্তা
আলোনসোর বিদায়ের পর এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে মূল দলের কোচ হিসেবে শাবি আলোনসোর অধ্যায় এখানেই শেষ।’
ক্লাবের পক্ষ থেকে তার পেশাদারিত্ব ও অবদানের জন্য ধন্যবাদও জানানো হয়।
]]>

২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·