২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইনস্টগ্রাম স্টোরিতে জানান, সবার উদ্বেগ ও বার্তার জন্য কৃতজ্ঞতা। আমি শিগগিরই ফিরব। গুজব তৈরি করা বন্ধ করুন।
পোস্টের সঙ্গে নিজের দু’পায়ের একটি ছবিও দেন রদ্রিগো। মূলত শারীরিকভাবে অসুস্থ থাকায় কোপা দেল রে’র ফাইনালের পর থেকে মাঠে নামেননি তিনি। সেলতা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচে তার অনুপস্থিতি নিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, জ্বরে ভুগছেন রদ্রিগো, যার কারণে দলে নেই। এরপর এল ক্লাসিকোর স্কোয়াডে থাকলেও মাঠে নামানো হয়নি তাকে। কোচ জানান, ম্যাচ খেলার মতো অবস্থায় নেই রদ্রিগো।
আরও পড়ুন: ফাইনালে হামজার শেফিল্ডের প্রতিপক্ষ বেলিংহ্যামের সান্ডারল্যান্ড
এরপর থেকেই গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। দলের পজিশন নিয়ে সন্তুষ্ট নয় রদ্রিগো, যার কারণে মৌসুম শেষেই ছাড়তে চান রিয়াল। এমন প্রতিবেদন প্রকাশ করে মার্কাসহ একাধিক স্প্যানিশ সংবাদ মাধ্যম। এরপর সংশয় দ্বিগুণ হয় যখন গতকালের অনুশীলনে মাত্র পাঁচ মিনিটের মাথায় মাঠ ছাড়েন রদ্রিগো। তবে আনচেলত্তি জানিয়েছেন, মূলত পায়ে অস্বস্তি অনুভব করায় মাঠ ছেড়েছেন তিনি। অন্য কোনো কারণ নেই, সমস্যাটা শারীরিকি।
তবে এতসব গুঞ্জনের মাঝে রদ্রিগোর ফিরে আসার বার্তা বলে দেয়, রিয়াল ছাড়ছেন না তিনি। যদিও রাতে মায়োর্কার বিপক্ষে ম্যাচে তার থাকার সম্ভাবনা নেই। এমনকি লা লিগার বাকি ম্যাচগুলোতেও তার খেলার সম্ভাবনা কম বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো।
আরও পড়ুন: বিদেশি কোচে খুশি নন ব্রাজিলের প্রেসিডেন্ট, দেশেই ছিল যোগ্য কোচ
ফলে নতুন কোচ জাবি আলোনসোর অধীনে ক্লাব বিশ্বকাপেই হয়তো ফিরতে পারেন রদ্রিগো।