রিশাদের প্রতি আস্থা রেখেই গত বছর তাকে দলে ভিড়িয়েছিল বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স। কিন্তু বিপিএলের সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় খেলতে পারেননি তিনি, বিসিবিও তাকে খেলার জন্য এনওসি দেয়নি। তা সত্ত্বেও এবারও রিশাদে আস্থা হারিকেন্সের। ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিটি। যার কনসালট্যান্টের দায়িত্ব সাবেক অজি ক্রিকেটার রিকি পন্টিং। মূলত তার পরামর্শেই হোবার্ট রিশাদকে দলে নিয়েছে।
আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে দুই টেস্টে জোড়া সেঞ্চুরি শান্তর
রিশাদকে রিকি পন্টিংয়ের যে মনে ধরেছে, সেটা জানিয়েছেন আরেক সাবেক অজি অ্যারন ফিঞ্চ। ড্রাফট পরবর্তী এক পডকাস্টে তিনি বলেন, ‘রিশাদ অনেক মেধাবী লেগস্পিনার। সে সিরিয়াস টার্ন পায়। রিকি পন্টিংও রিশাদকে অনেক মেধাবী মনে করেন।’
আরও পড়ুন: ৯ বছর পর ফিরে করুন নায়ার যে রেকর্ডে শীর্ষে
হোবার্ট রিশাদকে দলে নিয়েছে তার আক্রমণাত্মক বৈশিষ্ট্যের কারণে। হাই পারফরম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার স্যালিয়ান ব্রিগস বলেন, ‘একাধিক দলের তাকে নিয়ে আগ্রহ ছিল। সে অ্যাট্যাকিং লেগ স্পিনার। আমরা ডিফেন্সিভ কাউকে চাচ্ছিলাম না। সে ব্যাটিংটাও ভালো করে। রিশাদকে ৮ নম্বরে খেলালে আমাদের ব্যাটিং লাইনআপও বেশ লম্বা হবে। তাকে আমরা গত বছরও নিয়েছিলাম। রিকি পন্টিং আমাদের কনসালট্যান্ট। তিনি রিশাদকে চেনেন। সে ভালো করছে। বিশ্বকাপে খেলেছে। অনেক উইকেট নিয়েছে।’