গ্রেফতার হওয়ার আগে তিন রাউন্ড গুলি ছোঁড়েন তিনি। সেই গুলির খোসা ও দুই রাউন্ড তাজা গুলি, ৭০ পিস ইয়াবা এবং তার ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। তবে সাথে থাকা দুই সহযোগী মুকুল (৩৩) ও শাহাদাত হোসেন (৩৪) পালিয়ে গেছে।
পুলিশ জানায়, রোববার (২৯ জুন) দুপুরে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর রামপাল কলেজ কেন্দ্রের সামনে জটলার মধ্যে অটোরিকশা চালকের সাথে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে গাড়ি থেকে নেমে তিনি (দীপু) কোমর থেকে রিভলবার বের করলে উত্তেজনার সৃষ্টি হয়।
আরও পড়ুন: পিস্তল-কুড়াল দিয়ে আধিপত্য বিস্তার করতেন কুটি মিয়া, এবার গ্রেফতার
এ সময় কেন্দ্রটিতে থাকা পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশ তাকে আটক করতে গেলে ধস্তাধস্তি হয়। পরে ছাত্র ও স্থানীয়রা তাকে আটকে মারধর করে ও গাড়ি ভাঙচুর করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, গ্রেফতার দীপুর বিরুদ্ধে নারায়ণগঞ্জে বেশ কয়েকটি মামলা রয়েছে, খোঁজ খবর করা হচ্ছে।
আরও পড়ুন: ডিবিকে লক্ষ্য করে গুলি ছোড়া শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেফতার, অস্ত্র উদ্ধার
]]>