রিপোর্টার্স ক্লাব রংপুরের যুগ্ম সাধারণ সম্পাদক সময় টিভির জীবন

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ক্লাব রংপুরের ২০২৫-২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সাধারণ সভা শেষে ব্যালট ভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।

কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৭১ টিভির রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ। এ ছাড়া সমান ভোট পেয়ে যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মিজানুর রহমান লুলু এবং ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার ও রংপুর ব্যুরো চীফ মাজেদ মাসুদ। এ কমিটিতে সময় টেলিভিশন রংপুরের রিপোর্টার আব্দুর রশিদ জীবন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


আরও পড়ুন: রিপোর্টার্স ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক সময় টিভির জীবন


২০২৩-২০২৫ কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত শেষে  ক্লাবের সিনিয়র সদস্য হালিম আনছারীর সভাপতিত্বে নির্বাচনী অনুষ্ঠানে আরও নির্বাচিত হন সহ-সভাপতি হিসেবে দৈনিক সংগ্রামের রংপুর প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে রাইজিংবিডি ও ডিবিসি নিউজের রিপোর্টার আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রথম খবরের রিপোর্টার এনামুল হক, দপ্তর সম্পাদক ৭১ টেলিভিশনের শাহিন আলম, ক্রীড়া সম্পাদক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি বরিউল ইসলাম লাভলু, সাহিত্য ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন রংপুর বেতারের সংবাদ পাঠিকা বর্ণালী জামান।


আরও পড়ুন: রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাজু, সম্পাদক মাজহার


এ ছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার হালিম আনসারী, দৈনিক প্রথম খবরের বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা, সিনিয়র সাংবাদিক মোজাফফর হোসেন, গাজী টেলিভিশনের রিপোর্টার আজম পারভেজ।


সভা শেষে, সদ্য বিদায়ী কমিটি ২০২৫-২০২৭ অর্থবছরের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।


উল্লেখ্য যে, যৌথভাবে দুজন সাধারণ নির্বাচিত হওয়ায় তারা পর্যায়ক্রমে এক বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন