চলমান বিপিএলে এর আগে হ্যাটট্রিক করেছেন মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে হ্যাটট্রিক করেন মেহেদী হাসান রানা। এপরর রংপুর রাইডার্সের হয়ে হ্যাটট্রিক করেন মৃতুঞ্জয় চৌধুরী। আর আজ হ্যাটট্রিক করলেন রাজশাহী ওয়ারিয়র্সের রিপন মণ্ডল। ইনিংসের শেষ ৩ বলে সাব্বির রহমান, জিয়াউর রহমান শারিফি ও তাইজুল ইসলামকে ফেরান রিপন মণ্ডল।
আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৪ রান যোগ করেন উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন। সপ্তম ওভারে বল করতে এসে উসমান খানকে বোল্ড করেন আব্দুল গাফফার সাকলাইন। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৭ বলে ৪১ রান। পরের বলেই সাইফ হাসানকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন সাকলাইন। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন সাইফ।
আরও পড়ুন: ছক্কা মেরে অর্ধশতক ও সিলেটের জয় নিশ্চিত করলেন ইমন
অধিনায়ক মোহাম্মদ মিঠুনও এদিন দলের হাল ধরতে পারেননি। ১৬ বলে ১৩ রান করে ফিরেছেন রুবেলের বলে রায়ার্ন বার্ল-এর হাতে ক্যাচ দিয়ে। ইমাদ ওয়াসিম ফিরেছেন ১১ বলে ১১ রান করে। সাকলাইনের বলে রুবেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
এরপর বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন নাসির হোসেন। কিন্তু তিনিও বেশিক্ষণ লড়াই চালাতে পারেননি। ২৭ বলে ২৪ রান করে বিনুরা ফার্নান্দোর বলে রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাসির।
আরও পড়ুন: রংপুরকে হারিয়ে বোনাস পেল রাজশাহী, বিশেষ বোনাস শান্ত-ওয়াসিমের
শেষদিকে দুটি ছক্কা হাঁকিয়ে ভালো একটা ক্যামিওর আশা দেখিয়েছিলেন সাব্বির রহমান। কিন্তু শেষ ওভারে রিপনের বলে বড় শট খেলতে গিয়ে তানজিদ হাসান তামিমের হাতে ধরা পড়েন এই ব্যাটার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১০ বলে ১৪ রান। পরের দুই বলে শারিফি ও তাইজুলকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন রিপন মণ্ডল।
রাজশাহীর হয়ে আব্দুল গাফফার সাকলাইন নিয়েছেন ৪ উইকেট। এছাড়া রিপন ৩টি, রুবেল ২টি ও বিনুরা ফার্নান্দো নিয়েছেন ১টি উইকেট।
]]>
৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·