শনিবার (২২ নভেম্বর) রাতে পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে ইউনিয়ন কমিটি ঘোষণা শেষে এমন মন্তব্য করেন তিনি।
সম্প্রতি গণঅভ্যুত্থানে স্যালুট দেয়া আলোচিত রিকশা চালক সুজনের এনসিপির মনোনয়ন নেয়া নিয়ে তিনি আরো বলেন, সংসদ সদস্য নির্বাচনে এনসিপি এখন পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা বেধে দেয় নি। কৃষক, রিকশাচালক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ সংসদে গেলে সংসদ শূন্য হয়ে যাবে না। বরং মানুষের আসল কষ্টের কথা তারা বলতে পারবে। এতদিন যারা সংসদে গেছেন, তারা সাধারণ মানুষের কষ্ট ভুলে গেছেন। তাই সাধারণ শ্রেণির প্রতিনিধিত্ব জরুরি।
আরও পড়ুন: সরকারি দল হিসেবে সংসদে যাব, মনোনয়ন ফরম সংগ্রহের পর সারজিস
এদিকে চট্রগ্রাম বন্দর নিয়ে সারজিস আরও বলেন, স্বাধীনতার পর থেকে চট্টগ্রাম বন্দরকে বিভিন্ন গোষ্ঠী রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালনা করেছে। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বন্দরে সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। কোন পণ্য নামবে, কোনটি নামবে না- তা সিদ্ধান্ত নিতো নির্দিষ্ট গোষ্ঠী। এতে ঘুষ, বিলম্ব ও পণ্য নষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে বহুবার।
যদি প্রয়োজন মনে করে সরকার বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে এনসিপির আপত্তি নেই। বন্দর কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না- বরং ভালো ব্যবস্থাপনা হলে দেশই উপকৃত হবে।
আরও পড়ুন: অভ্যুত্থানের পর পুরানো রাজনৈতিক ব্যবসা আবার শুরু হয়েছে: সারজিস আলম
একই সাথে আওয়ামী লীগের দমন-পীড়ন নিয়ে সারজিস বলেন- ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। যিনি এমন কাজ করেছেন, তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন, দেশের রাজনীতি করারও যোগ্য নন। খুনির পরিচয় খুনি।
এসময় ইউনিয়ন কমিটি ঘোষণা অনুষ্ঠানে এনসিপির পঞ্চগড়ের ৫ উপজেলার সমন্বয়কসহ নতুন কমিটির সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
]]>

১ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·