এএফপির বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন মতে, শেখ হাসিনা বলেছেন,
আমার বিরুদ্ধে ঘোষিত রায়গুলো একটি অনির্বাচিত সরকারের প্রতিষ্ঠিত এবং পরিচালিত কারচুপিপূর্ণ একটি ট্রাইব্যুনাল থেকে দেয়া হয়েছে, যার কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই।
তিনি আরও বলেন, ‘এসব রায় পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।’
আরও পড়ুন: শেখ হাসিনার মৃত্যুদণ্ড: আনুষ্ঠানিক বিবৃতিতে যা বললো ভারত
হাসিনা বলেন,
যেখানে প্রমাণের ন্যায্যতা যাচাই করা যায়, সেরকম একটি উপযুক্ত ট্রাইব্যুনালে আমি অভিযোগকারীদের মুখোমুখি হতে ভীত নই।
এর আগে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন।
মামলার দুই নম্বর অভিযোগে হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে
অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আর রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।
]]>
১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·