অ্যাডিলেডে দিবা রাত্রির টেস্টের আগে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন রোহিত। পার্থ টেস্ট জিতে বর্ডার গাভাস্কার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া ভারতের জয়ের জন্যই এ সিদ্ধান্ত। রোহিত বলেন, ‘আমি ব্যাটিং অর্ডারের নিচের দিকে খেলার সিদ্ধান্ত নিয়েছি জয়ের জন্য।’
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এবারই সর্বোচ্চ পয়েন্ট বাংলাদেশের
পার্থ টেস্ট দেশে বসে দেখেছেন রোহিত। স্ত্রী সন্তানসম্ভবা বলে ছুটিতে ছিলেন তিনি। দলপতি কোলে নবাগত সন্তানকে নিয়েই জয়সওয়াল-রাহুলের খেলা দেখেছেন। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে দুজন গড়েন ২০১ রানের জুটি। রোহিত বলেন, ‘ওপেনিংয়ে ওরা দুজন, ম্যাচটা দেখছিলাম নবাগত সন্তানকে কোলে নিয়ে। দারুণ খেলেছে। সত্যি বলতে রাহুলের ব্যাটিং দেখতে অনেক ভালো লাগছিল।’
ওই ম্যাচে ১৬১ রান নিয়ে জয়সওয়াল হয়েছিলেন সর্বোচ্চ সংগ্রাহক। রাহুল ১০৩ নিয়ে ছিলেন তৃতীয় স্থানে। তাদের ওই বোঝাপড়াটায় রোহিত হাত লাগাতে অনিচ্ছুক। ক্যাপ্টেন বলেন, ‘আমার মনে হলো ওখানে পরিবর্তন দরকার নেই। ভবিষ্যতে হয়তো চিত্র বদলাবে, আমি জানি না। যা ঘটেছে আর রাহুল দেশের বাইরে যা দেখিয়েছে, তাতে ওর ওপেনিং পজিশনটা প্রাপ্য।
আরও পড়ুন: অ্যাডিলেট টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা
রোহিত আরও বলেন, ‘এটা এমন কিছু যা আমাদের প্রথম টেস্টে সাফল্য এনে দিয়েছে। অন্য দিকে জয়সওয়ালের সাথে সেই বড় জুটির জন্য সম্ভবত আমরা টেস্টটা জিতেছি। আপনি যখন পার্থের মতো জায়গায় আসেন এবং পাঁচশর মতো রান পান, তখন এটা দারুণ কিছু। আমি দেখছিলাম, দুর্দান্ত লাগছিল।’
বাংলাদেশ সময় শুক্রবার (৬ ডিসেম্বর) ১০টায় শুরু হবে অ্যাডিলেড টেস্ট।