এদিকে পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফাতেহ আলী খানের চ্যারিটি কনসার্টের জন্য আর্মি স্টেডিয়ামের ভাড়া মওকুফ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কনসার্টটি নিয়ে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে লিখেছেন, ‘জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী একদল শিক্ষার্থীর আয়োজনে আগামী ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে। সেখানে বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান।’
তিনি আরও লিখেছেন, ‘রাহাত ফাতেহ আলী খানের পারিশ্রমিকসহ এই কনসার্ট থেকে আয়কৃত অর্থের পুরোটাই 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'-এর মাধ্যমে চলে যাবে জুলাই বিপ্লবে নিহত-আহতদের পরিবারের কাছে। তাই আপনিও কনসার্টে অংশ নিয়ে শহীদ পরিবারগুলোর সুখ-দুঃখের সাথী হতে পারেন।’
সোমবার (৯ ডিসেম্বর) রাতে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে সবার জন্য টিকিট ছাড়া হয়। যেখানে দেখা যায় ভিআইপি টিকিট ১০ হাজার টাকা, ফ্রন্ট রো ৪ হাজার ৫০০ টাকা ও জেনারেল টিকিট ২৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
কনসার্টের টিকিট সংগ্রহ করার লিংকটি
কনসার্টে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে আরও গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা।
জনপ্রিয় র্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে এ চ্যারিটি কনসার্টে। সংগীত ছাড়া কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।
আরও পড়ুন: কনসার্টের টিকিট কিনতে উৎসাহিত করলেন হাসনাত আব্দুল্লাহ
উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে চ্যারিটি কনসার্টটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের দিন ভেন্যুর (আর্মি স্টেডিয়াম) গেট খোলা হবে দুপুর ২টায়। গেট বন্ধ হবে সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়।
]]>