রাহাত ফতেহ আলীর কনসার্ট নিয়ে সুখবর দিলো এনবিআর

২ সপ্তাহ আগে
একের পর এক সুখবর ধরা দিচ্ছে রাহাত ফতেহ আলীর কনসার্টে। এবার কনসার্টটি নিয়ে সুখবর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এনবিআরের প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম এ সুখবর দেন। আজ তার সই করা বিশেষ আদেশ জারি থেকে জানা যায়, রাহাত ফতেহ আলীর কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও সম্পূরক শুল্ক হতে অব্যাহতির দেয়া হয়েছে।

 

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে এমন সিদ্ধান্ত নেয় এনবিআর।

 

মূসক আইনের ধারা ৯২ অনুযায়ী, কনসার্টটি মূসক ও প্রযোজ্য সম্পূরক শুল্ক মুক্তভাবে প্রদর্শনের ক্ষেত্রে কোন অনিয়ম বা অভিযোগ আপত্তি উত্থাপিত হলে সেক্ষেত্রে মূসক ও সম্পূরক শুল্ক পরিশোধযোগ্য হবে।

 

এর আগে কনসার্টের দিন যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না বলে জানায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। এছাড়া কনসার্টের ভেন্যু আর্মি স্টেডিয়ামের ভাড়া মওকুফ করেন সেনাবাহিনী।

 

আরও পড়ুন: আর্মি স্টেডিয়ামে চ্যারিটি কনসার্টের ভাড়া মওকুফ

 

জুলাই গণ অভ্যুথ্থানে শিক্ষার্থীদের সম্মান প্রদর্শনে টিকিটে সর্বোচ্চ ৩৬ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দেন আয়োজকরা।

 

চ্যারিটি শো ‘ইকোস অব রেভ্যুলেশন’ নামের এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। কনসার্টে আরও গান গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও, জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।

 

আরও পড়ুন: রাহাত ফতেহ আলীর কনসার্টে শিক্ষার্থীদের জন্য সুখবর

 

সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। এ কনসার্টের টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক।

 

ছাত্র- জনতার জুলাই অভ্যু্ত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। আগামী ২১ ডিসেম্বর বসবে জমকালো এ গানের আসর। 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন