রাস্তায় গাড়ির লাইসেন্স চেক করছে রোবট

২ সপ্তাহ আগে
পুলিশের দায়িত্ব পালন করছে রোবট। এ ঘটনা কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর নয়। চীনের সিচুয়ান প্রদেশের মিয়ানইয়াং শহরে এখন মানুষ নয়, রোবটই টহল দেয়া শুরু করেছে। চেক করছে গাড়ির লাইসেন্সও।

যানজট সামলানোর পাশাপাশি নাশকতাকারীদের মোকাবিলার কাজও দক্ষতার সঙ্গে পালন করছে রোবট। প্রযুক্তিকে পুলিশি কাজে ব্যবহার করে মিয়ানইয়াংকে গড়ে তোলা হচ্ছে নিরাপদ শহর হিসেবে।

 

সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিয়ানইয়াং শহরের ব্যস্ত সড়কে এখন রোবট-পুলিশের পদচারণা। মাল্টি-মডেল এআই প্রযুক্তির এই হিউম্যানয়েড রোবট ট্রাফিকের গতিপথ নির্ধারণ করছে।

 

গাড়ির লাইসেন্স স্ক্যান করার পাশাপাশি পথচারীদের সঙ্গে কথাও বলছে। গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা পুলিশের বদলে এখন ব্যস্ততম মোড়ের দায়িত্ব পালন করছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট।

 

আরও পড়ুন: বিনিয়োগ সম্মেলনে আলো ছড়াচ্ছে ডুবুরি রোবট-ইলেকট্রিক গাড়ি

 

ট্রাফিকের বাইরে মাঠ পর্যায়েও রোবট নামাচ্ছে পুলিশ। সিচুয়ানের স্পেশাল ফোর্স মহড়ায় দেখা যায়—একটি রোবট কুকুর দৌড়ে গিয়ে সন্দেহভাজনের দিকে ছুড়ে দেয় একটি অপরাধী ধরার জাল।

 

মাথার ওপর ঘূর্ণায়মান ৩৬০ ডিগ্রি ক্যামেরা, চারপাশে চারটি লেন্স। তাতে সব কিছু ধারণ করে তাৎক্ষণিকভাবে পাঠাচ্ছে পুলিশের কন্ট্রোল রুমে। অর্থাৎ অপরাধীদের শনাক্তে সদা জাগ্রত যন্ত্রমানব। পর্যবেক্ষণের দিক দিয়ে কোনো কোনো ক্ষেত্রে মানুষের চেয়েও এগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার রি রোবট।

 

পুলিশ বলছে, এই রোবট শুধু টহল দেয় না, আচরণ পর্যবেক্ষণ করে, স্বয়ংক্রিয়ভাবে পরিচয় যাচাই করতে পারে। বিপজ্জনক পরিস্থিতিতে আক্রমণ ঠেকাতেও সক্ষম এগুলো। 

 

আরও পড়ুন: এনভিডিয়া এআই চিপ উন্মোচন, চ্যালেঞ্জের মুখে পড়বে অ্যাপল!

 

মিয়ানইয়াংয়ের ব্যবসায়িক এলাকা, হাইটেক পার্ক আর কৃত্রিম হ্রদের পাশে নিয়মিত মোতায়েন থাকছে এসব যন্ত্রসঙ্গী। মানুষের বিকল্প নয়, বরং তার সহায়ক হয়ে উঠছে এই যান্ত্রিক পুলিশ।

 

পুরো অপারেশন পরিচালনা করছে শহরের ইন্টেলিজেন্স কমান্ড সেন্টার। কর্মকর্তারা বলছেন, রোবট ব্যবহার মানে এখন আর শুধু আধুনিক বিলাসিতা নয়, এটি বাড়াবে পুলিশ ফোর্সের কার্যক্ষমতা, কমিয়ে আনবে নিরাপত্তা ঝুঁকি।

]]>
সম্পূর্ণ পড়ুন