বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মজুমদার পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয়রা জানান, সকালে একজন অটোরিকশা চালক চৌধুরীহাটি-নীলগঞ্জ সড়ক দিয়ে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে ঝোপের ভেতর বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে আনুমানিক একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: সেতুর নিচে ‘বিস্কুটের কার্টনে’ মিলল নবজাতকের মৃতদেহ
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।